সংসদ ভবন এলাকায় নিশ্ছিন্দ্র নিরাপত্তা
- সর্বশেষ আপডেট ১২:৫৫:০০ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫
- / 78
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির নামাজে জানাজা উপলক্ষে রাজধানীতে এক হাজার বডি ওর্ন ক্যামেরাসহ বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস্ বিভাগের উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, জানাজাকে কেন্দ্র করে বাড়তি নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মাঠ পর্যায়ে বডি ওর্ন ক্যামেরাগুলোর কার্যকারিতা যাচাই করতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
তিনি বলেন, “কোনো নিরাপত্তা শঙ্কা নেই। বডি ওর্ন ক্যামেরা এখন আমাদের নিয়মিত কার্যক্রমের অংশ হয়ে যাচ্ছে। কেন্দ্রীয়ভাবে মাঠপর্যায়ের কার্যক্রম তদারকি করতেই এগুলোর ব্যবহার বাড়ানো হচ্ছে।”
প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের দেওয়া তথ্য অনুযায়ী, শনিবার দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শরিফ ওসমান হাদির নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
জানাজা শেষে তার মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে নেওয়া হবে। সেখানে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে আরেক দফা জানাজা ও শ্রদ্ধা নিবেদনের পর জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশেই তাকে সমাহিত করা হবে।
এ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও বিশেষ প্রস্তুতি নিয়েছে। শুক্রবার রাতে সিন্ডিকেটের এক অনলাইন বৈঠকে দাফন ঘিরে ক্যাম্পাস এলাকায়, বিশেষ করে কবি নজরুল ইসলামের সমাধিস্থলের আশপাশে কী ধরনের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হবে, তা নিয়ে আলোচনা হয়েছে বলে জানান বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দীন আহমদ।
এরই মধ্যে জানাজায় অংশ নিতে বিভিন্ন স্থান থেকে মানুষ জাতীয় সংসদ ভবন এলাকায় জড়ো হতে শুরু করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি জোরদার করা হয়েছে।
সকাল থেকেই সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউ সড়কে যান চলাচল বন্ধ রাখা হয়েছে। সড়কের দুই প্রান্তে নিরাপত্তা চৌকি বসিয়ে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
এদিকে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানাজায় অংশগ্রহণকারীদের কোনো ধরনের ব্যাগ বা ভারী বস্তু বহন না করার অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি জানাজার সময় সংসদ ভবন ও আশপাশের এলাকায় ড্রোন ওড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
































