নির্বাচন কমিশন (ইসি) আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দ্বিতীয় রোডম্যাপ প্রকাশ করেছে। নতুন রোডম্যাপে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২০ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে।
আরও পড়তে পারেন
রোডম্যাপ অনুযায়ী, ২০ জানুয়ারি প্রার্থীরা নিজের প্রার্থীতা প্রত্যাহার করতে পারবেন। ২১ জানুয়ারি ইসি প্রতীক বরাদ্দের পাশাপাশি প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করবে। এর পর ২২ জানুয়ারি সকল ভোটকেন্দ্রের গেজেট প্রকাশ করা হবে।
নির্বাচন কার্যক্রমের অন্যান্য গুরুত্বপূর্ণ তারিখও এতে অন্তর্ভুক্ত রয়েছে। ২৪ জানুয়ারি নির্বাচনী সামগ্রী যাচাই, ব্যালট পেপারের সুরক্ষা, ভোটদান ও গণনা পদ্ধতি এবং ফলাফল একত্রীকরণ সংক্রান্ত প্রস্তুতি সম্পন্ন হবে। ২৫ জানুয়ারি ব্যালট পেপার মুদ্রণের অনুমোদন দেওয়া হবে।
২৮ জানুয়ারি ইসি আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক করে তাদের প্রস্তাবিত অর্থ বরাদ্দ যাচাই করবে। ১ ফেব্রুয়ারি নির্বাচনি ব্যয় নির্বাহের জন্য আইন-শৃঙ্খলা বাহিনীকে অর্থ বরাদ্দ ও কর্মকর্তাদের পর্যবেক্ষক হিসাবে নিয়োগ দেওয়া হবে। নির্বাচনের ব্যালট ও অন্যান্য সামগ্রী মাঠ পর্যায়ে পাঠানো হবে ২ ও ৩ ফেব্রুয়ারি।
রোডম্যাপে নির্বাচনী পর্যবেক্ষকদের অনুমোদন দ্রুত প্রদানের পাশাপাশি ভোটকেন্দ্রে আইন-শৃঙ্খলা বাহিনী ক্যাম্প স্থাপনের বিষয়ে নিষেধাজ্ঞা উল্লেখ করা হয়েছে। নির্বাচনী প্রচারণা ২২ জানুয়ারি শুরু হয়ে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত চলবে। ভোটগ্রহণ নির্ধারিত হয়েছে ১২ ফেব্রুয়ারি।































