সংসদে কথা বললেই আইন হয়: চরমোনাই পীর
- সর্বশেষ আপডেট ১০:০৪:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬
- / 9
বরিশাল-৫ আসনের ইসলামী আন্দোলনের প্রার্থী ও দলটির সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম সংসদকে কার্যকরী শক্তি হিসেবে দেখাচ্ছেন। তিনি মনে করেন, সংসদের বাইরে যতক্ষণ কথা বলা হোক না কেন তা কোনো বাস্তব পরিবর্তন আনতে পারে না, কিন্তু সংসদে পাঁচ মিনিট বক্তব্যই আইন প্রণয়ন ও অধিকার বাস্তবায়নের পথ খুলে দেয়।
সোমবার (২৬ জানুয়ারী)সন্ধ্যায় নগরীর হাতেম আলী কলেজ চৌমাথা এলাকায় অনুষ্ঠিত পথসভায় মুফতি ফয়জুল করিম বলেন, সংসদ আর সাধারণ ষ্টেজ এক নয়। সংসদে কথা বললেই দেশে বিদেশে টাকা পাচার রোধ করা, জনগণের অধিকার নিশ্চিত করা এবং চোর সন্ত্রাসীদের বিরুদ্ধে শক্ত অবস্থান নেওয়া সম্ভব। তিনি যোগ করেন, সংসদে বসে শুধু নীরব থাকবেন না; দেশের, মজলুমদের এবং ইসলামের পক্ষে তিনি সক্রিয়ভাবে কথা বলবেন।
এদিন তিনি খেলাফত মজলিস ও জামায়াতের সমর্থনও উল্লেখ করেন এবং আশা প্রকাশ করেন, এইবার বরিশাল-৫ আসনে হাতপাখা চিহ্নে জনগণ শক্তিশালী বিজয় দিবে, অন্তত ৫০ হাজার ভোটের ব্যবধান নিয়ে।
এর আগে মুফতি ফয়জুল করিম বরিশাল সদর উপজেলার শায়েস্তাবাদ বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকান পরিদর্শন করেন। তিনি ব্যবসায়ীদের পাশে দাঁড়ানোকে নৈতিক দায়িত্ব হিসেবে উল্লেখ করেন এবং ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য দ্রুত সরকারি সহায়তা ও কার্যকর পদক্ষেপের তাগিদ দেন। পাশাপাশি ফায়ার সার্ভিসকে আরও তৎপর হওয়ার পরামর্শও দেন।
মুফতি ফয়জুল করিমের বক্তব্যে প্রতিফলিত হয় সংসদকে কেবল রাজনৈতিক মঞ্চ নয়, বরং নাগরিক অধিকার বাস্তবায়নের গুরুত্বপূর্ণ ক্ষেত্র হিসেবে দেখা এবং ভোট ও আইন প্রণয়নের মাধ্যমে সরাসরি জনগণের জীবন উন্নত করার মনোভাব।





































