ঢাকা ০৪:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সংঘাত বন্ধে ইরানকে বার্তা দিয়েছে ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৯:৩১:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫
  • / 133

ইরান-ইসরায়েল

যুক্তরাষ্ট্রের সহায়তায় ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর ধারাবাহিক বিমান হামলার পর চলমান সংঘাত দ্রুত শেষ করতে চায় ইসরায়েল। এ লক্ষ্যে তেলআবিবের বার্তা আরব মিত্রদের মাধ্যমে তেহরানকে পৌঁছে দিয়েছে ওয়াশিংটন। মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, ইসরায়েল জানিয়ে দিয়েছে— তারা সংঘাত বন্ধে প্রস্তুত, কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত এখন ইরানের হাতে।

ইসরায়েলের চ্যানেল-১২ টেলিভিশনের তথ্যমতে, ‘অপারেশন রাইজিং লায়ন’ নামের এই সামরিক অভিযানের মাধ্যমে তেলআবিব ইরানকে পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হুমকি থেকে মুক্ত করতে চায়। ইসরায়েল বিশ্বাস করে, তাদের কৌশলগত লক্ষ্য প্রায় অর্জিত।

আরব বিশ্ব ও ইসরায়েলি কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে বলা হয়, তেহরান এখনো যুদ্ধ থামাতে রাজি নয়, কারণ তারা যুক্তরাষ্ট্রের হামলার পূর্ণ জবাব দিতে চায়।

টাইমস অফ ইসরায়েল-কে দেওয়া এক মন্তব্যে একজন ইসরায়েলি কর্মকর্তা বলেন, “ইরান যদি তার পারমাণবিক কর্মসূচি থেকে সরে আসে, আমরা এখনই হামলা বন্ধ করতে পারি। সিদ্ধান্তটি তাদের।”

চ্যানেল-১২ জানায়, যুদ্ধ বন্ধের দুটি সম্ভাব্য পথ আছে:১. ইসরায়েল একতরফাভাবে ঘোষণা দিতে পারে যে তারা লক্ষ্য অর্জন করেছে। ২. উভয়পক্ষ যুদ্ধবিরতিতে সম্মত হলে যুক্তরাষ্ট্র তা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করতে পারে। তবে দ্বিতীয় পথটি তেলআবিব তুলনামূলকভাবে কম গ্রহণযোগ্য মনে করছে।

ইসরায়েলি সংবাদমাধ্যম ওয়াল্লা জানায়, তেহরানে সরকার-নিয়ন্ত্রিত কয়েকটি স্থাপনায় সোমবার হামলা চালানো হয়। এর মাধ্যমে তেলআবিব সতর্কবার্তা দিয়েছে— যদি ইরান হামলা চালানো অব্যাহত রাখে, তাহলে প্রতিক্রিয়ার মাত্রা আরও বাড়বে।

নিরাপত্তা সূত্রের বরাতে ওয়াল্লা আরও জানায়, সংঘাত থামানোর পথে বড় বাধা হচ্ছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। তিনি এখনো প্রতিরোধের কৌশলে অটল রয়েছেন।

ইসরায়েল আশা করছে, যৌথ হামলার মাধ্যমে ইরান আলোচনায় ফিরে আসবে এবং পারমাণবিক কর্মসূচি বন্ধে রাজি হবে। অন্যথায়, ইরান যদি নতুন করে কার্যক্রম শুরু করে, তাহলে ফের হামলা চালানো হবে।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, “আমরা কৌশলগত লক্ষ্য অর্জনের দ্বারপ্রান্তে রয়েছি। ইরানের ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক সক্ষমতায় বড় ধরনের আঘাত হেনেছি। দীর্ঘমেয়াদি যুদ্ধ আমাদের উদ্দেশ্য নয়, তবে প্রয়োজনীয় ফল না পাওয়া পর্যন্ত অভিযান চলবে।”

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

সংঘাত বন্ধে ইরানকে বার্তা দিয়েছে ইসরায়েল

সর্বশেষ আপডেট ০৯:৩১:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫

যুক্তরাষ্ট্রের সহায়তায় ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর ধারাবাহিক বিমান হামলার পর চলমান সংঘাত দ্রুত শেষ করতে চায় ইসরায়েল। এ লক্ষ্যে তেলআবিবের বার্তা আরব মিত্রদের মাধ্যমে তেহরানকে পৌঁছে দিয়েছে ওয়াশিংটন। মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, ইসরায়েল জানিয়ে দিয়েছে— তারা সংঘাত বন্ধে প্রস্তুত, কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত এখন ইরানের হাতে।

ইসরায়েলের চ্যানেল-১২ টেলিভিশনের তথ্যমতে, ‘অপারেশন রাইজিং লায়ন’ নামের এই সামরিক অভিযানের মাধ্যমে তেলআবিব ইরানকে পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হুমকি থেকে মুক্ত করতে চায়। ইসরায়েল বিশ্বাস করে, তাদের কৌশলগত লক্ষ্য প্রায় অর্জিত।

আরব বিশ্ব ও ইসরায়েলি কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে বলা হয়, তেহরান এখনো যুদ্ধ থামাতে রাজি নয়, কারণ তারা যুক্তরাষ্ট্রের হামলার পূর্ণ জবাব দিতে চায়।

টাইমস অফ ইসরায়েল-কে দেওয়া এক মন্তব্যে একজন ইসরায়েলি কর্মকর্তা বলেন, “ইরান যদি তার পারমাণবিক কর্মসূচি থেকে সরে আসে, আমরা এখনই হামলা বন্ধ করতে পারি। সিদ্ধান্তটি তাদের।”

চ্যানেল-১২ জানায়, যুদ্ধ বন্ধের দুটি সম্ভাব্য পথ আছে:১. ইসরায়েল একতরফাভাবে ঘোষণা দিতে পারে যে তারা লক্ষ্য অর্জন করেছে। ২. উভয়পক্ষ যুদ্ধবিরতিতে সম্মত হলে যুক্তরাষ্ট্র তা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করতে পারে। তবে দ্বিতীয় পথটি তেলআবিব তুলনামূলকভাবে কম গ্রহণযোগ্য মনে করছে।

ইসরায়েলি সংবাদমাধ্যম ওয়াল্লা জানায়, তেহরানে সরকার-নিয়ন্ত্রিত কয়েকটি স্থাপনায় সোমবার হামলা চালানো হয়। এর মাধ্যমে তেলআবিব সতর্কবার্তা দিয়েছে— যদি ইরান হামলা চালানো অব্যাহত রাখে, তাহলে প্রতিক্রিয়ার মাত্রা আরও বাড়বে।

নিরাপত্তা সূত্রের বরাতে ওয়াল্লা আরও জানায়, সংঘাত থামানোর পথে বড় বাধা হচ্ছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। তিনি এখনো প্রতিরোধের কৌশলে অটল রয়েছেন।

ইসরায়েল আশা করছে, যৌথ হামলার মাধ্যমে ইরান আলোচনায় ফিরে আসবে এবং পারমাণবিক কর্মসূচি বন্ধে রাজি হবে। অন্যথায়, ইরান যদি নতুন করে কার্যক্রম শুরু করে, তাহলে ফের হামলা চালানো হবে।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, “আমরা কৌশলগত লক্ষ্য অর্জনের দ্বারপ্রান্তে রয়েছি। ইরানের ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক সক্ষমতায় বড় ধরনের আঘাত হেনেছি। দীর্ঘমেয়াদি যুদ্ধ আমাদের উদ্দেশ্য নয়, তবে প্রয়োজনীয় ফল না পাওয়া পর্যন্ত অভিযান চলবে।”