ঢাকা ১২:০৪ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ১৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সংঘাতের শঙ্কায় থমথমে কুমিল্লা, সতর্ক পুলিশ

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা
  • সর্বশেষ আপডেট ০২:৩১:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫
  • / 73

সংঘাতের শঙ্কায় থমথমে কুমিল্লা, সতর্ক পুলিশ

কুমিল্লা শহরে বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকাল থেকেই উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে। বিএনপির দুই পক্ষ একই দিনে টাউন হল মাঠে কর্মসূচি করতে চাইলে প্রশাসন সংঘাতের আশঙ্কায় মাঠ বরাদ্দ বাতিল করে দেয়। তবে দলীয় নেতারা জানান, দুই গ্রুপই বিকল্প হিসেবে কান্দিরপাড় এলাকায় পৃথকভাবে নিজেদের কর্মসূচি আয়োজন করবে। এতে শহরজুড়ে উদ্বেগ বাড়ছে এবং সর্বত্র সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

দলীয় সূত্রে জানা যায়, চাঁদপুর-৬ আসনে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক এমপি মো. মনিরুল হক চৌধুরী মনোনয়ন পাওয়ার পর থেকেই আরেক উপদেষ্টা আমিন-উর-রশিদ ইয়াছিনের সমর্থকরা বিভিন্ন প্রতিবাদ কর্মসূচি চালিয়ে আসছেন। নির্বাচন সামনে রেখে একই স্থানে দু’পক্ষের কর্মসূচি ঘোষণা করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

এরই মধ্যে মনিরুল হক চৌধুরী টাউন হল মাঠে জনসভা করার ঘোষণা দেন। একই সময় ইয়াছিনের অনুসারীরা চেয়ারপার্সন খালেদা জিয়ার রোগমুক্তি এবং তারেক রহমানের সুস্বাস্থ্য কামনায় দোয়া মাহফিলের পরিকল্পনা করেন। উভয় পক্ষই আগের দিন থেকেই প্যান্ডেল ও মঞ্চ তৈরির কাজ শুরু করায় স্থানীয় রাজনীতিতে টানাপোড়েন দেখা দেয়।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী বুধবার রাতে চিঠির মাধ্যমে দুই পক্ষকেই জানান—একই মাঠে সমাবেশ হলে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই টাউন হল মাঠ কাউকে বরাদ্দ দেওয়া হবে না, বরং বিকল্প স্থানে কর্মসূচি করতে হবে। দুই পক্ষকে এ বিষয়ে পৃথকভাবে অবহিত করা হয়।

মনিরুল হক চৌধুরীর আইনজীবী অ্যাডভোকেট মোতালেব হোসেন অভিযোগ করেন, নিয়ম অনুযায়ী আবেদন জমা ও ভাড়া পরিশোধ করার পরও ‘অন্য পক্ষের ষড়যন্ত্রে’ মাঠ ব্যবহারের অনুমতি বাতিল করা হয়েছে। তিনি জানান, বিকল্প হিসেবে বৃহস্পতিবার বিকেলে কান্দিরপাড় পূবালী চত্বরে তাদের সমাবেশ হবে এবং বিষয়টি আইনি প্রক্রিয়ায় নেওয়ার প্রস্তুতিও চলছে।

অন্যদিকে আদর্শ সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সফিউল আলম রায়হান বলেন, ইয়াছিনের অনুসারীরা আগের পরিকল্পনা অনুযায়ী কান্দিরপাড় দলীয় কার্যালয়ের সামনে দোয়া মাহফিল করবে।

সকাল থেকে টাউন হল মাঠ ঘুরে দেখা যায়—সম্ভাব্য ঝামেলা ঠেকাতে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে। কোতোয়ালি মডেল থানার ওসি মো. মহিনুল ইসলাম বলেন, প্রশাসন দু’পক্ষকেই টাউন হল মাঠ ব্যবহার না করার নির্দেশ দিয়েছে। বিকল্প স্থানে কর্মসূচি চলবে এবং সেখানে সম্ভাব্য সংঘর্ষ ঠেকাতে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী রাখা হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

সংঘাতের শঙ্কায় থমথমে কুমিল্লা, সতর্ক পুলিশ

সর্বশেষ আপডেট ০২:৩১:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫

কুমিল্লা শহরে বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকাল থেকেই উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে। বিএনপির দুই পক্ষ একই দিনে টাউন হল মাঠে কর্মসূচি করতে চাইলে প্রশাসন সংঘাতের আশঙ্কায় মাঠ বরাদ্দ বাতিল করে দেয়। তবে দলীয় নেতারা জানান, দুই গ্রুপই বিকল্প হিসেবে কান্দিরপাড় এলাকায় পৃথকভাবে নিজেদের কর্মসূচি আয়োজন করবে। এতে শহরজুড়ে উদ্বেগ বাড়ছে এবং সর্বত্র সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

দলীয় সূত্রে জানা যায়, চাঁদপুর-৬ আসনে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক এমপি মো. মনিরুল হক চৌধুরী মনোনয়ন পাওয়ার পর থেকেই আরেক উপদেষ্টা আমিন-উর-রশিদ ইয়াছিনের সমর্থকরা বিভিন্ন প্রতিবাদ কর্মসূচি চালিয়ে আসছেন। নির্বাচন সামনে রেখে একই স্থানে দু’পক্ষের কর্মসূচি ঘোষণা করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

এরই মধ্যে মনিরুল হক চৌধুরী টাউন হল মাঠে জনসভা করার ঘোষণা দেন। একই সময় ইয়াছিনের অনুসারীরা চেয়ারপার্সন খালেদা জিয়ার রোগমুক্তি এবং তারেক রহমানের সুস্বাস্থ্য কামনায় দোয়া মাহফিলের পরিকল্পনা করেন। উভয় পক্ষই আগের দিন থেকেই প্যান্ডেল ও মঞ্চ তৈরির কাজ শুরু করায় স্থানীয় রাজনীতিতে টানাপোড়েন দেখা দেয়।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী বুধবার রাতে চিঠির মাধ্যমে দুই পক্ষকেই জানান—একই মাঠে সমাবেশ হলে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই টাউন হল মাঠ কাউকে বরাদ্দ দেওয়া হবে না, বরং বিকল্প স্থানে কর্মসূচি করতে হবে। দুই পক্ষকে এ বিষয়ে পৃথকভাবে অবহিত করা হয়।

মনিরুল হক চৌধুরীর আইনজীবী অ্যাডভোকেট মোতালেব হোসেন অভিযোগ করেন, নিয়ম অনুযায়ী আবেদন জমা ও ভাড়া পরিশোধ করার পরও ‘অন্য পক্ষের ষড়যন্ত্রে’ মাঠ ব্যবহারের অনুমতি বাতিল করা হয়েছে। তিনি জানান, বিকল্প হিসেবে বৃহস্পতিবার বিকেলে কান্দিরপাড় পূবালী চত্বরে তাদের সমাবেশ হবে এবং বিষয়টি আইনি প্রক্রিয়ায় নেওয়ার প্রস্তুতিও চলছে।

অন্যদিকে আদর্শ সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সফিউল আলম রায়হান বলেন, ইয়াছিনের অনুসারীরা আগের পরিকল্পনা অনুযায়ী কান্দিরপাড় দলীয় কার্যালয়ের সামনে দোয়া মাহফিল করবে।

সকাল থেকে টাউন হল মাঠ ঘুরে দেখা যায়—সম্ভাব্য ঝামেলা ঠেকাতে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে। কোতোয়ালি মডেল থানার ওসি মো. মহিনুল ইসলাম বলেন, প্রশাসন দু’পক্ষকেই টাউন হল মাঠ ব্যবহার না করার নির্দেশ দিয়েছে। বিকল্প স্থানে কর্মসূচি চলবে এবং সেখানে সম্ভাব্য সংঘর্ষ ঠেকাতে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী রাখা হয়েছে।