শ্রীলঙ্কার বিপক্ষে জিতলেই ফাইনালের দুয়ারে বাংলাদেশ
- সর্বশেষ আপডেট ০৫:১৪:৪৪ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫
- / 121
এশিয়া কাপে সপ্তাহ না ঘুরতেই আবারও মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। এবারের ম্যাচে টাইগারদের সামনে বড় অনুপ্রেরণা—লঙ্কানদের হারাতে পারলেই ফাইনালের পথে এক ধাপ এগিয়ে যাবে দল।
ইতিহাস অবশ্য শ্রীলঙ্কার পক্ষেই ভারী। টি-টোয়েন্টিতে দুই দলের লড়াইয়ে এখন পর্যন্ত বাংলাদেশের জয় ৮, আর শ্রীলঙ্কার জয় ১৩। শুধু এশিয়া কাপের হিসাব ধরলে বাংলাদেশের জয় ৩টি, কিন্তু হারের সংখ্যা ১৪। সর্বশেষ গ্রুপপর্বে লঙ্কানদের বিপক্ষে বাংলাদেশ মাত্র ১৪০ রান তুলেছিল, যা শ্রীলঙ্কা সহজেই ১৪.৪ ওভারে টপকে যায়।
তবুও আশার জায়গা রয়েছে ইতিহাসেই। এশিয়া কাপে লঙ্কানদের বিপক্ষে বাংলাদেশের প্রতিটি জয়ই দলকে নিয়ে গেছে ফাইনালে।
২০১২ সালে প্রথমবার শ্রীলঙ্কাকে হারায় বাংলাদেশ। মুশফিকুর রহিমের নেতৃত্বে সেই জয় দলকে তোলে ফাইনালে।
২০১৬ সালের এশিয়া কাপে মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বেও লঙ্কানদের হারিয়ে আবারও ফাইনালে যায় বাংলাদেশ।
২০১৮ সালে ওয়ানডে ফরম্যাটের এশিয়া কাপেও শ্রীলঙ্কাকে হারিয়ে খর্বশক্তির দল নিয়েও ফাইনাল খেলে টাইগাররা।
অতীতের এই অভিজ্ঞতা বলছে, এশিয়া কাপে যখনই বাংলাদেশ শ্রীলঙ্কাকে হারিয়েছে, তখনই ফাইনালে জায়গা করে নিয়েছে। যদিও আজকের জয় সরাসরি ফাইনাল নিশ্চিত করবে না, তবে সেই লক্ষ্য পূরণের পথে এটি হতে পারে সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
টাইগারদের জন্য তাই আজকের ম্যাচ কেবল আরেকটি লড়াই নয়—এটি হতে পারে নতুন ইতিহাস রচনারও সুযোগ।




































