শ্রমিক অসন্তোষে উত্তরা ইপিজেডের ৪ কারখানা বন্ধ
- সর্বশেষ আপডেট ০১:১২:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫
- / 131
শ্রমিকদের অসন্তোষের কারণে নীলফামারীর উত্তরা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ইপিজেড) চারটি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
সোমবার (২৭ অক্টোবর) থেকে এই চারটি শিল্পকারখানা বন্ধ রাখার সিদ্ধান্ত কার্যকর হয়। উত্তরা ইপিজেডের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুল জব্বার এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে রোববার সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে কারখানা বন্ধের বিজ্ঞপ্তি নজরে আসে। সোমবার সকালে কারখানা এলাকা মোটামুটি স্বাভাবিক ছিল।
বন্ধ হওয়া প্রতিষ্ঠানগুলো হলো: দেশবন্ধু টেক্সটাইল মিলস লিমিটেড, সেকশন সেভেন ইন্টারন্যাশনাল লিমিটেড, ইপিএফ প্রিন্ট লিমিটেড এবং মেইগো বাংলাদেশ লিমিটেড।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত শনিবার ও রোববার কিছু শ্রমিক কাজ না করে প্রধান ফটকের সামনে বিশৃঙ্খলা সৃষ্টি করেন। পরে তারা অন্য শ্রমিকদেরও কাজে বাধা দেন এবং বেআইনিভাবে উৎপাদন কার্যক্রম বন্ধ রাখেন। এতে কারখানার স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়। কর্তৃপক্ষ শ্রমিকদের কাজে যোগ দিতে এবং যেকোনো দাবি আলোচনার মাধ্যমে সমাধান করতে আহ্বান করলেও তারা নির্দেশ অমান্য করে। ফলে দুই দিন ধরে উৎপাদন কার্যক্রম স্থবির হয়ে পড়ে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, পরবর্তীতে পরিবেশ অনুকূল হলে নতুন নোটিশের মাধ্যমে কারখানা খোলার তারিখ জানানো হবে। তবে কারখানার নিরাপত্তা শাখা ও জরুরি রক্ষণাবেক্ষণে নিয়োজিত কর্মীদের জন্য এই সিদ্ধান্ত প্রযোজ্য হবে না।
উত্তরা ইপিজেডের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুল জব্বার জানান, উৎপাদন বন্ধ রাখা এবং অস্থিতিশীল পরিস্থিতি বিবেচনায় নিয়ে শ্রমিক-কর্মচারী, কর্মকর্তা ও কারখানার সার্বিক নিরাপত্তার স্বার্থে বাংলাদেশ ইপিজেড শ্রম আইন ২০১৯ অনুযায়ী অনির্দিষ্টকালের জন্য কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।































