ঢাকা ০৬:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

শ্রমশক্তি রপ্তানিতে বড় বাধা দালালচক্র

অর্থনৈতিক প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০২:৪৭:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫
  • / 91

প্রধান উপদেষ্টা

বিদেশে কর্মী পাঠানোর পথে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা দালালচক্র বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বুধবার (১৭ ডিসেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক অভিবাসী ও প্রবাসী দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রধান উপদেষ্টা বলেন, বিদেশে শ্রমশক্তি রপ্তানির পুরো প্রক্রিয়াই দালালদের নিয়ন্ত্রণে রয়েছে। প্রতিটি ধাপে দালালদের প্রতারণার শিকার হয়ে সাধারণ মানুষ আর্থিক ও সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই খাতকে দালালমুক্ত করা না গেলে টেকসই উন্নয়ন সম্ভব নয় বলেও তিনি উল্লেখ করেন।

তরুণ সমাজের প্রসঙ্গে ড. ইউনূস বলেন, বিশ্বজুড়ে এখন তারুণ্যের ঘাটতি রয়েছে, অথচ বাংলাদেশে রয়েছে বিপুল তরুণ জনশক্তি। তিনি বলেন, “আমরা তারুণ্যের খনি। এই শক্তি সোনার চেয়েও মূল্যবান। এত বিপুল তরুণ জনশক্তি পৃথিবীর আর কোথাও নেই। তাই বিশ্বকেই আমাদের কাছে আসতে হবে।”

অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ উপদেষ্টা ড. আসিফ নজরুলও বক্তব্য দেন। তিনি প্রবাসীদের অধিকার ও কল্যাণ নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকার যেসব উদ্যোগ নিয়েছে, সে বিষয়ে বিস্তারিত তুলে ধরেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

শ্রমশক্তি রপ্তানিতে বড় বাধা দালালচক্র

সর্বশেষ আপডেট ০২:৪৭:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫

বিদেশে কর্মী পাঠানোর পথে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা দালালচক্র বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বুধবার (১৭ ডিসেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক অভিবাসী ও প্রবাসী দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রধান উপদেষ্টা বলেন, বিদেশে শ্রমশক্তি রপ্তানির পুরো প্রক্রিয়াই দালালদের নিয়ন্ত্রণে রয়েছে। প্রতিটি ধাপে দালালদের প্রতারণার শিকার হয়ে সাধারণ মানুষ আর্থিক ও সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই খাতকে দালালমুক্ত করা না গেলে টেকসই উন্নয়ন সম্ভব নয় বলেও তিনি উল্লেখ করেন।

তরুণ সমাজের প্রসঙ্গে ড. ইউনূস বলেন, বিশ্বজুড়ে এখন তারুণ্যের ঘাটতি রয়েছে, অথচ বাংলাদেশে রয়েছে বিপুল তরুণ জনশক্তি। তিনি বলেন, “আমরা তারুণ্যের খনি। এই শক্তি সোনার চেয়েও মূল্যবান। এত বিপুল তরুণ জনশক্তি পৃথিবীর আর কোথাও নেই। তাই বিশ্বকেই আমাদের কাছে আসতে হবে।”

অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ উপদেষ্টা ড. আসিফ নজরুলও বক্তব্য দেন। তিনি প্রবাসীদের অধিকার ও কল্যাণ নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকার যেসব উদ্যোগ নিয়েছে, সে বিষয়ে বিস্তারিত তুলে ধরেন।