ঢাকা ০৮:২৭ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

শ্যামনগরে সীমানা পরিবর্তনের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা
  • সর্বশেষ আপডেট ১২:৩৩:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫
  • / 113

শ্যামনগরে সীমানা পরিবর্তনের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

সংসদীয় আসনের সীমানা পরিবর্তনের প্রতিবাদে সাতক্ষীরার শ্যামনগরে বিক্ষোভ করেছে বিএনপি। বুধবার (৩০ জুলাই) রাত ৯টার দিকে উপজেলা সদরে বিক্ষোভ মিছিল করেন নেতাকর্মীরা।

মিছিল শেষে প্রতিবাদ সভায় বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ড. মনিরুজ্জামান, বিএনপি নেতা সাদেকুর রহমান, সোলায়মান কবির, লিয়াকত আলী, প্রেসক্লাব সভাপতি সামিউল মনিরসহ আরও অনেকে।

বক্তারা বলেন, শ্যামনগর ও কালিগঞ্জ উপজেলার আংশিক অংশ নিয়ে সাতক্ষীরা-৪ সংসদীয় আসন গঠিত ছিল। কিন্তু নতুন খসড়ায় আশাশুনি ও শ্যামনগরকে একত্র করে একটি সংসদীয় আসন করা হয়েছে, যা আমরা মানি না। আমরা পূর্বের সীমানায় ভোট গ্রহণ চাই।

বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

এর আগে এক সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার জানান, সংসদীয় আসনের জনসংখ্যা, ভোটার সংখ্যা ও অন্যান্য প্রাসঙ্গিক বিষয় বিবেচনায় ৩০০ আসনের মধ্যে ৩৯টির সীমানায় পরিবর্তন আনা হচ্ছে। এতে সাতক্ষীরা-৩ ও সাতক্ষীরা-৪ আসনেও পরিবর্তন এসেছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

শ্যামনগরে সীমানা পরিবর্তনের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

সর্বশেষ আপডেট ১২:৩৩:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫

সংসদীয় আসনের সীমানা পরিবর্তনের প্রতিবাদে সাতক্ষীরার শ্যামনগরে বিক্ষোভ করেছে বিএনপি। বুধবার (৩০ জুলাই) রাত ৯টার দিকে উপজেলা সদরে বিক্ষোভ মিছিল করেন নেতাকর্মীরা।

মিছিল শেষে প্রতিবাদ সভায় বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ড. মনিরুজ্জামান, বিএনপি নেতা সাদেকুর রহমান, সোলায়মান কবির, লিয়াকত আলী, প্রেসক্লাব সভাপতি সামিউল মনিরসহ আরও অনেকে।

বক্তারা বলেন, শ্যামনগর ও কালিগঞ্জ উপজেলার আংশিক অংশ নিয়ে সাতক্ষীরা-৪ সংসদীয় আসন গঠিত ছিল। কিন্তু নতুন খসড়ায় আশাশুনি ও শ্যামনগরকে একত্র করে একটি সংসদীয় আসন করা হয়েছে, যা আমরা মানি না। আমরা পূর্বের সীমানায় ভোট গ্রহণ চাই।

বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

এর আগে এক সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার জানান, সংসদীয় আসনের জনসংখ্যা, ভোটার সংখ্যা ও অন্যান্য প্রাসঙ্গিক বিষয় বিবেচনায় ৩০০ আসনের মধ্যে ৩৯টির সীমানায় পরিবর্তন আনা হচ্ছে। এতে সাতক্ষীরা-৩ ও সাতক্ষীরা-৪ আসনেও পরিবর্তন এসেছে।