ঢাকা ০৫:১০ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

শ্বাসকষ্টে হাসপাতালে ধর্মেন্দ্র, এখন স্থিতিশীল বর্ষীয়ান অভিনেতা

বিনোদন ডেস্ক
  • সর্বশেষ আপডেট ১২:৪২:৩২ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫
  • / 105

শ্বাসকষ্টে হাসপাতালে ধর্মেন্দ্র, এখন স্থিতিশীল বর্ষীয়ান অভিনেতা

বলিউডের প্রিয় হি-ম্যান ধর্মেন্দ্রকে শুক্রবার হঠাৎ শ্বাসকষ্টের কারণে হাসপাতালে ভর্তি করতে হয়। মূহুর্তে চলচ্চিত্র অঙ্গনে চিন্তার ছায়া নেমে আসে। তবে স্বস্তির খবর, শনিবার সকালে হাসপাতাল সূত্রে জানানো হয়েছে—অভিনেতার শারীরিক অবস্থা স্থিতিশীল। খবর আনন্দবাজার ডট কম থেকে জানা গেছে।

শুক্রবার তাঁর হাসপাতালে ভর্তি হওয়ার খবর প্রকাশিত হলে বলিউডে উদ্বেগ ছড়ায়। হাসপাতাল সূত্রে জানা যায়, শ্বাসকষ্ট শুরু হওয়ায় দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং আইসিইউ-তে ভর্তি করা হয়। শুক্রবার রাতেও তিনি ভাল ঘুমিয়েছেন। রক্তচাপ স্বাভাবিক এবং বাকি শারীরিক কার্যক্রমও ঠিকঠাক রয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক হাসপাতালের কর্মী সংবাদমাধ্যমকে বলেন, “ধর্মেন্দ্র স্থিতিশীল। চিন্তার কোনও কারণ নেই। অভিনেতার শারীরবৃত্তীয় প্রক্রিয়া স্বাভাবিক। যেমন, হৃৎস্পন্দন ৭০, রক্তচাপ ১৪০/৮০। প্রস্রাবের পরিমাণও ভালো। কোনও যন্ত্রের সাহায্য ছাড়াই সব স্বাভাবিকভাবে হচ্ছে।”

কর্ণ জোহরের ‘রকি ঔর রানি কি প্রেম কহানি’ ছবিতে ধর্মেন্দ্র প্রমাণ করেছেন, বয়স কেবল সংখ্যা। ভালো চিত্রনাট্য এবং চরিত্র পেলে তিনি এখনও নিজেকে উজাড় করে দিতে পারেন। ছবিতে তাঁর আর শাবানা আজমির চুম্বন যথেষ্ট সাড়া ফেলে। বর্ষীয়ান অভিনেতাকে নিয়ে নতুন করে ভাবতে বাধ্য হয়েছিল মায়ানগরী। ধর্মেন্দ্রের হাসপাতালে ভর্তি হওয়ার খবর ছড়াতেই চিন্তিত হয়েছিল সবাই।

সংবাদমাধ্যম সূত্রে আরও জানা গেছে, গত পাঁচ দিন ধরে তিনি হাসপাতালের নজরে আছেন। নিয়মিত পরীক্ষা করানোর জন্যই ভর্তি করা হয়েছে। প্রসঙ্গত, চলতি বছরের শুরুতে ধর্মেন্দ্রের একটি চোখে অস্ত্রোপচার হয়েছিল। সেই সময় হাসপাতাল থেকে ব্যান্ডেজ পরে বের হওয়ার একটি ভিডিও ভাইরাল হয়েছিল। ভিডিওতে দেখা যায়, তিনি চিত্রসংবাদিকদের বলছেন, “এখনও আমি শক্তপোক্ত, তরতাজা। ভালো আছি। চোখে কিছু সমস্যা দেখা দিয়েছিল, তাই অস্ত্রোপচার করাতে হল।”

৮ ডিসেম্বর ধর্মেন্দ্রের জন্মদিন। তিনি নব্বই বছরে পা দেবেন। শীঘ্রই শ্রীরাম রাঘবনের পরিচালনায় ‘ইক্কিস’ ছবিতে দেখা যাবে তাঁকে। এই ছবিতে বড়পর্দায় পা রাখছেন অমিতাভ বচ্চনের নাতি অগ্যস্ত নন্দা। সঙ্গে অভিনয় করছেন জয়দীপ আহলাওয়াতসহ নামজাদা অভিনেতারা।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

শ্বাসকষ্টে হাসপাতালে ধর্মেন্দ্র, এখন স্থিতিশীল বর্ষীয়ান অভিনেতা

সর্বশেষ আপডেট ১২:৪২:৩২ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫

বলিউডের প্রিয় হি-ম্যান ধর্মেন্দ্রকে শুক্রবার হঠাৎ শ্বাসকষ্টের কারণে হাসপাতালে ভর্তি করতে হয়। মূহুর্তে চলচ্চিত্র অঙ্গনে চিন্তার ছায়া নেমে আসে। তবে স্বস্তির খবর, শনিবার সকালে হাসপাতাল সূত্রে জানানো হয়েছে—অভিনেতার শারীরিক অবস্থা স্থিতিশীল। খবর আনন্দবাজার ডট কম থেকে জানা গেছে।

শুক্রবার তাঁর হাসপাতালে ভর্তি হওয়ার খবর প্রকাশিত হলে বলিউডে উদ্বেগ ছড়ায়। হাসপাতাল সূত্রে জানা যায়, শ্বাসকষ্ট শুরু হওয়ায় দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং আইসিইউ-তে ভর্তি করা হয়। শুক্রবার রাতেও তিনি ভাল ঘুমিয়েছেন। রক্তচাপ স্বাভাবিক এবং বাকি শারীরিক কার্যক্রমও ঠিকঠাক রয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক হাসপাতালের কর্মী সংবাদমাধ্যমকে বলেন, “ধর্মেন্দ্র স্থিতিশীল। চিন্তার কোনও কারণ নেই। অভিনেতার শারীরবৃত্তীয় প্রক্রিয়া স্বাভাবিক। যেমন, হৃৎস্পন্দন ৭০, রক্তচাপ ১৪০/৮০। প্রস্রাবের পরিমাণও ভালো। কোনও যন্ত্রের সাহায্য ছাড়াই সব স্বাভাবিকভাবে হচ্ছে।”

কর্ণ জোহরের ‘রকি ঔর রানি কি প্রেম কহানি’ ছবিতে ধর্মেন্দ্র প্রমাণ করেছেন, বয়স কেবল সংখ্যা। ভালো চিত্রনাট্য এবং চরিত্র পেলে তিনি এখনও নিজেকে উজাড় করে দিতে পারেন। ছবিতে তাঁর আর শাবানা আজমির চুম্বন যথেষ্ট সাড়া ফেলে। বর্ষীয়ান অভিনেতাকে নিয়ে নতুন করে ভাবতে বাধ্য হয়েছিল মায়ানগরী। ধর্মেন্দ্রের হাসপাতালে ভর্তি হওয়ার খবর ছড়াতেই চিন্তিত হয়েছিল সবাই।

সংবাদমাধ্যম সূত্রে আরও জানা গেছে, গত পাঁচ দিন ধরে তিনি হাসপাতালের নজরে আছেন। নিয়মিত পরীক্ষা করানোর জন্যই ভর্তি করা হয়েছে। প্রসঙ্গত, চলতি বছরের শুরুতে ধর্মেন্দ্রের একটি চোখে অস্ত্রোপচার হয়েছিল। সেই সময় হাসপাতাল থেকে ব্যান্ডেজ পরে বের হওয়ার একটি ভিডিও ভাইরাল হয়েছিল। ভিডিওতে দেখা যায়, তিনি চিত্রসংবাদিকদের বলছেন, “এখনও আমি শক্তপোক্ত, তরতাজা। ভালো আছি। চোখে কিছু সমস্যা দেখা দিয়েছিল, তাই অস্ত্রোপচার করাতে হল।”

৮ ডিসেম্বর ধর্মেন্দ্রের জন্মদিন। তিনি নব্বই বছরে পা দেবেন। শীঘ্রই শ্রীরাম রাঘবনের পরিচালনায় ‘ইক্কিস’ ছবিতে দেখা যাবে তাঁকে। এই ছবিতে বড়পর্দায় পা রাখছেন অমিতাভ বচ্চনের নাতি অগ্যস্ত নন্দা। সঙ্গে অভিনয় করছেন জয়দীপ আহলাওয়াতসহ নামজাদা অভিনেতারা।