শোবিজে দর্শকপ্রিয়তায় ১০ নায়িকা
- সর্বশেষ আপডেট ০১:৫৭:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
- / 107
দেশের শোবিজ অঙ্গনে কেউ হারিয়ে যান সময়ের স্রোতে, আবার কেউ হয়ে ওঠেন তারকা। দর্শকের ভালোবাসাই ঠিক করে দেয় কে টিকে থাকবেন আলোচনায়। সাম্প্রতিক বছরগুলোতে এমনই কয়েকজন তরুণ নায়িকা নিজেদের অভিনয়, উপস্থিতি ও জনপ্রিয়তায় শক্ত জায়গা করে নিয়েছেন। চলুন দেখে নেওয়া যাক নতুন প্রজন্মের পছন্দের তালিকায় রয়েছে কোন কোন নতুন নায়িকারা।
তাসনিয়া ফারিণ : বর্তমান সময়ের অন্যতম দর্শকপ্রিয় নায়িকা। নাটক, ওয়েব ফিল্ম ও চলচ্চিত্র-সব ক্ষেত্রেই প্রশংসা কুড়িয়েছেন। ভারতীয় বাংলা সিনেমায়ও অভিনয় করেছেন তিনি। শিগগিরই শাকিব খানের বিপরীতে ‘প্রিন্স’সিনেমায় দেখা যাবে তাকে। ‘লেডিস অ্যান্ড জেন্টলম্যান’ ও ‘নেটওয়ার্কের বাইরে’তাকে জনপ্রিয়তার কেন্দ্রে নিয়ে আসে।
জান্নাতুল সুমাইয়া হিমি : নাট্যাঙ্গনে ব্যস্ততম অভিনেত্রীদের একজন। তার অভিনীত ‘শ্বশুরবাড়িতে ঈদ’ইউটিউবে রেকর্ড গড়েছে। নিলয় আলমগীরের সঙ্গে জুটি হয়ে বেশ জনপ্রিয়তা পেয়েছেন। ‘মাছের মানুষ,’ ‘বেক্কল বউ’, ‘বেশরম’ তার উল্লেখযোগ্য কাজ।
সারিকা সাবা : ‘ফ্যামিলি ক্রাইসিস’-এর ঝুমু চরিত্রে অভিনয় করে দর্শকের হৃদয়ে জায়গা করে নেন। দুই বছর বিরতির পর ওয়েব সিরিজ ‘গুলমোহর’ দিয়ে আবার আলোচনায় ফিরেছেন। ‘আকাশের নিচে মানুষ’, ‘রুমালী’, ‘ছায়া’সহ বহু নাটকে তার প্রশংসিত অভিনয় রয়েছে।
তানজিম সাইয়ারা তটিনী : নতুনদের মধ্যে সবচেয়ে আলোচিত নামগুলোর একটি। প্রেমভিত্তিক নাটক থেকে সিরিয়াস গল্প-সব ক্ষেত্রেই সমান সাবলীল। ইয়াশ রোহানের সঙ্গে জনপ্রিয় জুটি হিসেবে পরিচিত। ‘তোমার জন্য মন’ ওয়েব ফিল্মে অভিনয় করে ব্যাপক সাড়া ফেলেছেন।
কেয়া পায়েল : ভালোবাসা দিবস ও ঈদের বিশেষ নাটকে নিয়মিত মুখ। ইমরানের মিউজিক ভিডিওসহ বহু নাটকে অভিনয় করে দর্শকের মন জয় করেছেন। অপূর্ব, জোভান, তৌসিফসহ পরিচিত অভিনয়শিল্পীদের সঙ্গে কাজ করেছেন নিয়মিত।
সাদিয়া আয়মান : বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় তরুণীদের একজন। নাটক ও চলচ্চিত্র দুই ক্ষেত্রেই শক্ত অবস্থান তৈরি করেছেন। ‘উৎসব’ সিনেমায় জেসমিন চরিত্রে অভিনয় করে ব্যাপক প্রশংসা পান। ‘কাজল রেখা’, ‘মায়াশালিক’ ছাড়াও অসংখ্য নাটকে সফল তিনি।
নাজনীন নীহা : ‘অ্যারেঞ্জ ম্যারেজ’, ‘অবুঝ প্রেম’ ও ‘লাভ রেইন’-এ অভিনয় করে ব্যাপক পরিচিতি পান। অপূর্বর বিপরীতে ‘মন দুয়ারি’ নাটকে অভিনয় করে সবচেয়ে বেশি প্রশংসা অর্জন করেন।
তানিয়া বৃষ্টি : রুপালি পর্দায় খুব বেশি সফল না হলেও ছোট পর্দায় দুর্দান্ত অবস্থান তৈরি করেছেন। মোশাররফ করিমের সঙ্গে প্রায় ৬০টি নাটকে অভিনয় করেছেন। গ্রামীণ ও শহুরে, দুটি চরিত্রেই সমান দক্ষ। শিগগিরই ‘ট্রাইব্যুনাল’ সিনেমায় দেখা যাবে তাকে।
সামিরা খান মাহী : বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করে নিজের অভিনয় দক্ষতা প্রমাণ করছেন। ‘বকুল ফুল’-এ পাগলির চরিত্রে অভিনয় করে ব্যাপক প্রশংসা পান। ‘গার্লস স্কোয়াড’, ‘সকাল বিকাল রাত্রি’সহ একাধিক ওয়েব সিরিজে অভিনয় করেছেন।
আইশা খান : মডেলিং দিয়ে পথচলা শুরু হলেও দ্রুতই নাটক ও ওয়েব সিরিজে জনপ্রিয় হয়ে ওঠেন। ‘কাঠ কয়লার ছবি’ দিয়ে আত্মপ্রকাশ। ‘দাগ’ ও ‘ক্যাফে ডিজায়ার’-এ অভিনয় করে নজর কাড়েন। তৌকীর আহমেদের ‘ধূসর প্রজাপতি’ নাটকে লতা চরিত্রে তার অভিনয় বিশেষভাবে প্রশংসিত।
































