ঢাকা ১০:২৬ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

শোক জানিয়ে মোদিকে ড. ইউনূসের চিঠি

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৭:০০:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫
  • / 181

ভারতের গুজরাটের আহমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনায় শোক প্রকাশ করে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি পাঠিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

বৃহস্পতিবার (১২ জুন) প্রেরিত চিঠিতে ড. ইউনূস লেখেন, “আহমেদাবাদ থেকে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিমান বিধ্বস্ত হওয়ার সংবাদে আমি গভীরভাবে শোকাহত। ২৪২ জন আরোহীর প্রাণহানির ঘটনায় যারা তাদের প্রিয়জনকে হারিয়েছেন, তাদের প্রতি আমরা গভীর সমবেদনা জানাচ্ছি।”

তিনি আরও বলেন, “এই কঠিন সময়ে নিহতদের পরিবার, ভারতের জনগণ এবং সরকারের সঙ্গে আমরা সংহতি প্রকাশ করছি। প্রয়োজনে আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ সহায়তা ও সমর্থন জানাতে প্রস্তুত রয়েছি।”

চিঠির শেষে ড. ইউনূস মোদিকে উদ্দেশ করে লেখেন, “অনুগ্রহ করে আমার আন্তরিক সমবেদনা ও সহমর্মিতা গ্রহণ করুন।”

উল্লেখ্য, বৃহস্পতিবার দুপুরে আহমেদাবাদ থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরই লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিমানটি বিধ্বস্ত হয়। এতে বিমানে থাকা ২৪২ জন আরোহীর সবাই নিহত হন বলে প্রাথমিকভাবে জানা গেছে। যাত্রীদের মধ্যে ১৬৯ জন ভারতীয়, ৫৩ জন ব্রিটিশ, ৭ জন পর্তুগিজ এবং ১ জন কানাডিয়ান নাগরিক ছিলেন।

ভারতের বেসামরিক বিমান পরিবহন নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ জানিয়েছে, বিমানটির প্রধান পাইলট ক্যাপ্টেন সুমিত সাভারওয়ালের ৮,২০০ ঘণ্টা এবং কো-পাইলটের ১,১০০ ঘণ্টা ফ্লাইট পরিচালনার অভিজ্ঞতা ছিল। দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

শোক জানিয়ে মোদিকে ড. ইউনূসের চিঠি

সর্বশেষ আপডেট ০৭:০০:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫

ভারতের গুজরাটের আহমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনায় শোক প্রকাশ করে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি পাঠিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

বৃহস্পতিবার (১২ জুন) প্রেরিত চিঠিতে ড. ইউনূস লেখেন, “আহমেদাবাদ থেকে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিমান বিধ্বস্ত হওয়ার সংবাদে আমি গভীরভাবে শোকাহত। ২৪২ জন আরোহীর প্রাণহানির ঘটনায় যারা তাদের প্রিয়জনকে হারিয়েছেন, তাদের প্রতি আমরা গভীর সমবেদনা জানাচ্ছি।”

তিনি আরও বলেন, “এই কঠিন সময়ে নিহতদের পরিবার, ভারতের জনগণ এবং সরকারের সঙ্গে আমরা সংহতি প্রকাশ করছি। প্রয়োজনে আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ সহায়তা ও সমর্থন জানাতে প্রস্তুত রয়েছি।”

চিঠির শেষে ড. ইউনূস মোদিকে উদ্দেশ করে লেখেন, “অনুগ্রহ করে আমার আন্তরিক সমবেদনা ও সহমর্মিতা গ্রহণ করুন।”

উল্লেখ্য, বৃহস্পতিবার দুপুরে আহমেদাবাদ থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরই লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিমানটি বিধ্বস্ত হয়। এতে বিমানে থাকা ২৪২ জন আরোহীর সবাই নিহত হন বলে প্রাথমিকভাবে জানা গেছে। যাত্রীদের মধ্যে ১৬৯ জন ভারতীয়, ৫৩ জন ব্রিটিশ, ৭ জন পর্তুগিজ এবং ১ জন কানাডিয়ান নাগরিক ছিলেন।

ভারতের বেসামরিক বিমান পরিবহন নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ জানিয়েছে, বিমানটির প্রধান পাইলট ক্যাপ্টেন সুমিত সাভারওয়ালের ৮,২০০ ঘণ্টা এবং কো-পাইলটের ১,১০০ ঘণ্টা ফ্লাইট পরিচালনার অভিজ্ঞতা ছিল। দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে।