ডাকসু নির্বাচন
শেষ দিনে ৯৩ ফরম বিক্রি, জমা পড়ল ১০৬টি
- সর্বশেষ আপডেট ০৭:০৫:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫
- / 228
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে মনোনয়নপত্র বিতরণের শেষ দিনে ৯৩টি ফরম বিক্রি হয়েছে। এতে মোট বিক্রি হওয়া ফরমের সংখ্যা দাঁড়িয়েছে ৬৫৮। এর মধ্যে ১০৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ‘ডাকসু ও হল সংসদ নির্বাচন-২০২৫’-এর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন।
কিছু প্যানেলের অভিযোগ ছিল, প্রশাসন একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের সহযোগী সংগঠনকে সুবিধা দিচ্ছে। এ বিষয়ে অধ্যাপক জসীম উদ্দিন বলেন, “ডাকসু নির্বাচনে কোনো দলীয় প্রতীক নেই, এখানে শুধু বৈধ শিক্ষার্থীরাই প্রার্থী হতে পারেন। তাই ফরম কেনা বা জমা দেওয়ার ক্ষেত্রে কোনো পক্ষপাতিত্ব হয়নি।”
মনোনয়নপত্র বিতরণ ও জমার সময় একদিন বাড়ানোর প্রসঙ্গে তিনি জানান, “শিক্ষার্থীদের আগ্রহ এবার অনেক বেশি। সোমবার শেষ দিনে সিনেটে প্রচুর ভিড় ছিল। আমরা চাইছিলাম নির্ধারিত দিনেই কাজ শেষ করতে, তবে কিছু হলে বার্তা পৌঁছায়নি। তাই অনেক শিক্ষার্থী ফরম নিতে পারেনি। এমনকি নির্ধারিত সময় পেরিয়েও অনেকে এসে ফরম চাইছিল। পরে কমিশনের বৈঠকে সিদ্ধান্ত হয়, সময় একদিন বাড়ানো হবে। এতে মূল তফসিলের কোনো পরিবর্তন হয়নি, বরং শিক্ষার্থীদের জন্য নমনীয়তা দেখানো হয়েছে।”































