শেরপুরে এএসআইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার
- সর্বশেষ আপডেট ১১:২৫:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬
- / 5
শেরপুর জেলা শহরের একটি ভাড়া বাসা থেকে শাহিনুল ইসলাম (৪০) নামের এক সহকারী উপ-পরিদর্শকের (এএসআই) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (২৯ জানুয়ারি) রাতে মরদেহটি উদ্ধার করা হয়। শাহিনুল ইসলাম শেরপুর সদর থানায় এএসআই হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানিয়েছেন, শাহিনুল ইসলাম প্রায় পাঁচ মাস ধরে এ থানায় কর্মরত ছিলেন। বুধবার নাইট ডিউটি শেষ করে তিনি বাড়িতে ফেরেন। পরে তার স্ত্রী গ্রামের বাড়ি জামালপুরে যান। ফোনে যোগাযোগ না হওয়ায় স্ত্রী কয়েক ঘণ্টা পর বাসায় ফিরে আসেন। দরজায় ডাকাডাকি করার পর কোনো সাড়া না পেয়ে তিনি জানালার ফাঁক দিয়ে দেখেন শাহিনুলকে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায়। খবর পেয়ে পুলিশ বাসার দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে।
ওসি আরও জানান, বিয়ে পর থেকে শাহিনুল কিছুটা মানসিক সমস্যায় ভুগছিলেন। ঘটনার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।





































