ট্রাইব্যুনালে বিচার শুরু
শেখ হাসিনা পৃথিবীর শ্রেষ্ঠ মিথ্যাবাদী স্বৈরাচার
- সর্বশেষ আপডেট ০৩:৩৯:৪২ অপরাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫
- / 227
জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছে। রোববার (৩ আগস্ট) বেলা সোয়া ১১টায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শুনানি শুরু হয়। শুনানির শুরুতে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান সাংবাদিকদের সামনে এক সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, “আজকের দিনটি ঐতিহাসিক। পৃথিবীর ইতিহাসে শেখ হাসিনার মত কোনো স্বৈরাচারের জন্ম হয়নি। তিনি পৃথিবীর শ্রেষ্ঠ মিথ্যাবাদী স্বৈরাচার।”

তিনি আরও বলেন, “স্বৈরাচারদের যদি একটি সমিতি গঠন করা হয়, তাহলে শেখ হাসিনা তার সভাপতি হবেন। মিথ্যার পিএইচডি করতে হিটলারও হয়তো তার কাছে আসতেন। তবে আমাদের ক্ষোভ কোনো ব্যক্তির প্রতি নয়, আমাদের অবস্থান অপরাধের বিরুদ্ধে। আমরা ন্যায়বিচার চাই, দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষার বিচার চাই। আইনের মাধ্যমে অপরাধের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে চাই।”
বিচার শুরু হলে প্রধান প্রসিকিউটর মো. তাজুল ইসলাম সূচনা বক্তব্যে তদন্ত প্রতিবেদন ও অন্যান্য প্রমাণাদি উপস্থাপন করেন। তিনি বলেন, “এই বিচার অতীতের প্রতিশোধ নয়, এটি একটি ন্যায়বিচার প্রতিষ্ঠার দৃপ্ত পদক্ষেপ। কেউই আইনের ঊর্ধ্বে নয়। আসামির অনুপস্থিতি বিচারকে বাধাগ্রস্ত করতে পারবে না।”
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তথ্যমতে, গত জুলাই-আগস্টে সংঘটিত সহিংসতার ঘটনায় এখন পর্যন্ত প্রায় ৫০০টি অভিযোগ জমা পড়েছে। শেখ হাসিনার বিরুদ্ধে দায়েরকৃত মামলাসহ আরও তিনটি মামলার বিচারকাজ শুরু হয়েছে, যার মধ্যে রয়েছে চানখারপুল ও আশপাশের এলাকায় সংঘটিত ঘটনা।
অ্যাটর্নি জেনারেল বলেন, “আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য এমন একটি ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হবে, যাতে বাংলাদেশে আর কখনও খুনের রাজনীতি ফিরে না আসে। ব্যক্তি নয়, অপরাধের বিচার চাই আমরা। এই বিচার আবু সাঈদের রক্তসিক্ত স্বপ্নের বাংলাদেশের ভিত গড়ে দেবে।”
































