শেখ হাসিনা-জয়-পুতুলের বিরুদ্ধে সাক্ষ্য আজ
- সর্বশেষ আপডেট ১২:২১:৪৪ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫
- / 176
পূর্বাচল নতুন শহর প্রকল্পে ৩০ কাঠা প্লট বরাদ্দের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ শুরু হবে। ঢাকার ৫ নম্বর বিশেষ জজ আদালতে বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এই সাক্ষ্য গ্রহণ করবেন।
দুদক তিনটি পৃথক মামলায় এসব অভিযোগ এনেছে। মামলায় মোট আসামি রয়েছেন কয়েকজন, যাদের মধ্যে শেখ হাসিনা, সজীব ও সায়মা পুতুলসহ আরও অনেকে পলাতক, তাই তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে, সরকারি পদে থাকাকালীন শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা অনিয়ম করে পূর্বাচল আবাসন প্রকল্পের ২৭ নম্বর সেক্টরের ২০৩ নম্বর সড়কের কয়েকটি প্লট বরাদ্দ পেয়েছেন। দুর্নীতির অভিযোগ আনা হয়েছে দণ্ডবিধির বিভিন্ন ধারাসহ দুর্নীতি প্রতিরোধ আইন অনুসারে।
অনুসন্ধানে দুদক জানতে পেরেছে, শেখ হাসিনা ১০ কাঠার একটি প্লট পেয়েছেন, একই সঙ্গে সজীব ও সায়মা পুতুলও ১০ কাঠার প্লট পেয়েছেন। ২০২২ সালের বিভিন্ন সময়ে তাদের নামের বরাদ্দপত্র ও মালিকানা সংক্রান্ত কাগজপত্র দেওয়া হয়েছে।































