ঢাকা ০৪:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

শেখ হাসিনা-কামালের পক্ষে আইনজীবী নিয়োগের সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৩:১৬:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫
  • / 174

জুলাই-আগস্ট মাসের গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্রীয়ভাবে আইনজীবী (স্টেট ডিফেন্স) নিয়োগের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

মঙ্গলবার (২৪ জুন) বিচারপতি গোলাম মোর্তজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন এবং পরবর্তী শুনানির জন্য আগামী ১ জুলাই দিন ধার্য করেন।

এদিন প্রসিকিউটর গাজী এম এইচ তামিম ট্রাইব্যুনালকে জানান, শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামালকে হাজির করতে দুটি জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হলেও তারা উপস্থিত হননি। এ অবস্থায় অভিযোগ গঠনের শুনানি শুরু করার প্রস্তাব দেন তিনি।

প্রসিকিউশনের বক্তব্য পর্যালোচনা শেষে ট্রাইব্যুনাল তাদের অনুপস্থিতিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী নিয়োগের সিদ্ধান্ত দেন।

এ সময় মামলার অপর আসামি ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন কারাগার থেকে হাজির হয়ে আদালতে উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

শেখ হাসিনা-কামালের পক্ষে আইনজীবী নিয়োগের সিদ্ধান্ত

সর্বশেষ আপডেট ০৩:১৬:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫

জুলাই-আগস্ট মাসের গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্রীয়ভাবে আইনজীবী (স্টেট ডিফেন্স) নিয়োগের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

মঙ্গলবার (২৪ জুন) বিচারপতি গোলাম মোর্তজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন এবং পরবর্তী শুনানির জন্য আগামী ১ জুলাই দিন ধার্য করেন।

এদিন প্রসিকিউটর গাজী এম এইচ তামিম ট্রাইব্যুনালকে জানান, শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামালকে হাজির করতে দুটি জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হলেও তারা উপস্থিত হননি। এ অবস্থায় অভিযোগ গঠনের শুনানি শুরু করার প্রস্তাব দেন তিনি।

প্রসিকিউশনের বক্তব্য পর্যালোচনা শেষে ট্রাইব্যুনাল তাদের অনুপস্থিতিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী নিয়োগের সিদ্ধান্ত দেন।

এ সময় মামলার অপর আসামি ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন কারাগার থেকে হাজির হয়ে আদালতে উপস্থিত ছিলেন।