শিরোনাম
শেখ হাসিনার রায়ে জনমনে আতঙ্ক নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
- সর্বশেষ আপডেট ০৫:০১:০০ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
- / 84
জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির রায় দিয়েছে আদালত। তবে এই রায় ঘোষণার পর জনমনে আতঙ্কের কোনো প্রতিক্রিয়া দেখা যায়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।
সোমবার আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে প্রয়োজন হলে আবারও ভারতের কাছে চিঠি পাঠানো হবে। পার্শ্ববর্তী দেশ থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করার চেষ্টা হতে পারে, তবে আমরা সেসব মোকাবিলার জন্য প্রস্তুত।”
তিনি আরও জানান, “রায় ঘোষণার পর জনমনে আতঙ্ক সৃষ্টি হয়নি। এখনও বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি, কিছু ক্ষুদ্র ও বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সবকিছু নিয়ন্ত্রণে আছে।”




































