শেখ হাসিনার পক্ষে লড়বেন না জেড আই খান পান্না
- সর্বশেষ আপডেট ০৭:৪৫:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
- / 76
গুম ও নির্যাতন-সংক্রান্ত মানবতাবিরোধী অপরাধের দুটি মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে আর আইনি লড়াইয়ে দাঁড়াবেন না বলে জানিয়েছেন জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্না। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) ফেসবুক লাইভে তিনি তার এই অবস্থান পরিষ্কার করেন।
লাইভে তিনি জানান, সম্প্রতি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার পক্ষে ডিফেন্স অ্যাডভোকেট হিসেবে দাঁড়ানোর আগ্রহ প্রকাশ করেছিলেন। তবে আদালত জানান, তিনি সরাসরি পক্ষে দাঁড়াতে পারবেন না, কারণ অভিযুক্ত ‘পলাতক’। পরে প্রসিকিউশন পক্ষ থেকে বলা হয়, শুধুমাত্র রাষ্ট্রের অনুমোদনে তিনি ডিফেন্স হিসেবে থাকতে পারেন। সেই অনুযায়ী তিনি প্রস্তুতিও নিয়েছিলেন।
কিন্তু জেড আই খান পান্নার ভাষায়, তিনি বুঝতে পেরেছেন যে ট্রাইব্যুনালের প্রতি শেখ হাসিনার আস্থা নেই। তাই তিনি নিজেই পিছু হটার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বলেন, “যদি ফরমালি অ্যাপয়েন্ট পাওয়া যেত, তাহলে জানাতাম। না পেলেও এখানেই জানিয়ে দিলাম—আমি আর আদালতে বঙ্গবন্ধু কন্যার পক্ষে দাঁড়াবো না।”
এর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ৩ ডিসেম্বর এই মামলার অভিযোগ গঠনের শুনানির তারিখ নির্ধারণ করে। একইসঙ্গে শেখ হাসিনা ও অন্য পলাতকদের পক্ষে স্টেট ডিফেন্স হিসেবে জেড আই খান পান্নাকে দায়িত্ব দেওয়ার কথা জানায় ট্রাইব্যুনাল। তবে তিনি দাবি করেন, আনুষ্ঠানিক নিয়োগপত্র তিনি পাননি।
































