শেখ হাসিনাকে ফেরত দেওয়ার দাবিতে বাড্ডায় সড়ক অবরোধ
- সর্বশেষ আপডেট ০৩:২৯:১১ অপরাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫
- / 170
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে বাংলাদেশে ফেরত পাঠানোর দাবিতে রাজধানীর বাড্ডায় সড়ক অবরোধ করেছেন জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) নেতাকর্মীরা।
বুধবার (৬ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে তারা সড়ক অবরোধ করে সমাবেশ করেন।
এর আগে সকাল ১০টার দিকে জাতীয় প্রেস ক্লাব থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি ভারতীয় দূতাবাস ঘেরাওয়ের উদ্দেশ্যে রওনা হয়। তবে গুলশান-বাড্ডা লিংক রোড এলাকায় পুলিশ বাধা দিলে সেখানেই সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেন জাগপার নেতাকর্মীরা।
পুলিশের অনুরোধে ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচি স্থগিত করে দুপুর ১২টা ১৫ মিনিটের দিকে তারা রাস্তা ছেড়ে দেন। বর্তমানে ওই এলাকায় যান চলাচল স্বাভাবিক রয়েছে।
গত ৩০ জুন শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়ার প্রতিবাদে এবং তাকে ফেরত আনার দাবিতে ভারতীয় দূতাবাস ঘেরাওয়ের কর্মসূচি ঘোষণা করেছিল জাগপা।
উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে দেশত্যাগ করে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা।































