শৃঙ্খলা দেখিয়েছি দলে, রাষ্ট্রেও পারব: জামায়াত আমির
- সর্বশেষ আপডেট ০১:৪৯:১০ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫
- / 114
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দল পরিচালনায় সফল হয়েছে জামায়াত, সুযোগ পেলে দেশও পরিচালনায় সক্ষম হবে।
শুক্রবার (২৫ জুলাই) দুপুরে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত রুকন সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
শফিকুর রহমান বলেন, জামায়াত এমন একটি রাজনৈতিক সংগঠন, যা দীর্ঘদিন ধরে নিজস্ব শৃঙ্খলা ও আদর্শ মেনে পরিচালিত হয়ে আসছে। তাঁর দাবি, দলের অভ্যন্তরে শৃঙ্খলা বজায় রেখে যে সক্ষমতা প্রমাণ করেছে জামায়াত, সেই অভিজ্ঞতা জাতীয় পর্যায়েও কাজে লাগানো সম্ভব।
তিনি আরও বলেন, “আমরা এমন একটি সমাজ চাই, যেখানে ইনসাফ থাকবে, থাকবে মানবিক মূল্যবোধ। ইসলামের ভিত্তিতে একটি ন্যায়ভিত্তিক সমাজ নির্মাণে আমরা অঙ্গীকারবদ্ধ।”
জাতিকে উদ্দেশ করে জামায়াত আমির বলেন, ইসলাম পৃথিবীর একমাত্র অসাম্প্রদায়িক ধর্ম, এই মূল্যবোধে আস্থা রেখে দেশপ্রেমিক সব শ্রেণি-পেশার মানুষকে নিয়ে এগিয়ে যেতে চায় জামায়াত।
ক্ষমতা বা সুবিধার প্রশ্নে নয়, বরং নৈতিক অবস্থান থেকেই দলটি দেশের মাটি ও মানুষকে ভালোবাসে বলেও মন্তব্য করেন তিনি।
জামায়াত আমির বলেন, “অনুকূল পরিবেশে টিকে থাকা সহজ, কিন্তু প্রতিকূল সময়েও যে দলের শিকড় টলে না, সেটাই প্রমাণ করে তার আদর্শিক দৃঢ়তা।”
দুর্নীতির বিরুদ্ধে দলটির অবস্থান স্পষ্ট করে তিনি বলেন, “জামায়াতের কোনো নেতা বেগমপাড়া কিংবা পিসিপাড়ায় সম্পদ গড়েনি। গত ৫৪ বছরে সাধারণ মানুষের সঙ্গে অন্যায় আচরণ করা হয়নি।”
তিনি আরও বলেন, “আমরা এই দেশের নাগরিক, এই দেশেরই সন্তান। প্রতিটি সংকটকালেও দেশের মাটিতে টিকে থেকেছি, এখানেই থাকব।”
































