শূন্য থেকে শুরু করে যেভাবে হলেন সুপারস্টার রজনীকান্ত
- সর্বশেষ আপডেট ০২:২৪:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫
- / 130
দক্ষিণী চলচ্চিত্রের ‘থালাইভা’ রজনীকান্ত আজ উদযাপন করছেন তাঁর ৭৫তম জন্মদিন। ১৯৫০ সালের ১২ ডিসেম্বর ভারতের মাইসোর প্রদেশের বেঙ্গালুরুতে এক সাধারণ মারাঠি পরিবারে জন্ম নেন তিনি। দারিদ্র্যের মাঝেই তাঁর শৈশব কাটে। মা ছিলেন গৃহিণী এবং সংসারের কাজেই ব্যস্ত থাকতেন সবসময়। আর বাবা রামোজি রাও গাইকোয়াড চাকরি করতেন পুলিশ কনস্টেবল হিসেবে।
রজনীকান্ত শুধু জনপ্রিয় নন, দক্ষিণী দর্শকদের কাছে একপ্রকার শ্রদ্ধার আসনে অধিষ্ঠিত। তাঁর সিনেমা মানেই বক্স অফিসে সফলতার নিশ্চয়তা—এ বিশ্বাস আজও অটুট। বয়স বাড়ায় তিনি সিনেমার সংখ্যা কমালেও তারকা-জ্যোতি একটুও ম্লান হয়নি। সাধারণ একটি পরিবার, আর্থিক সংকট, বাস কন্ডাক্টরের চাকরি—সবকিছুকে পেছনে ফেলে তিনি পরিণত হয়েছেন ভারতীয় সিনেমার অন্যতম উজ্জ্বল নক্ষত্রে; যেন এক অনন্য ‘আম আদমির’ সাফল্যের গল্প।
মাত্র ছয় বছরের মাথায় বাবার অবসরের কারণে পরিবারের আয় বন্ধ হয়ে যায়। ছয়জনের বড় পরিবার চালাতে পেনশন যথেষ্ট ছিল না। তাই ছোটবেলা থেকেই জীবিকার তাগিদে কাজ শুরু করেন রজনীকান্ত—কখনো কুলি, কখনো কাঠমিস্ত্রির সহকারীর ভূমিকা পালন করেছেন।
পরে বেঙ্গালুরু ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টে বাস কন্ডাক্টরের চাকরি পান তিনি। তবে অভিনয়ের নেশা ছিল শৈশব থেকেই। চাকরির ফাঁকেই তিনি বিভিন্ন নাটক ও সিনেমায় ছোট ছোট পৌরাণিক চরিত্রে অভিনয় করতেন, যা তাঁর অভিনয়জীবনের ভিত্তি গড়ে দেয়।
এদিকে দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রিতে বর্তমানে তারকার সংখ্যা অনেক বেড়েছে। তাদের নিয়ে উন্মাদনাও কম নেই দর্শকদের। তবে এখনো ‘থালাইভা’ একজনই— তিনি হচ্ছেন রজনীকান্ত।































