শুল্ক কমানোয় মোবাইলের দাম কমবে: ফয়েজ তৈয়্যব
- সর্বশেষ আপডেট ০৫:২১:২৩ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬
- / 44
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়্যব বলেন, মোবাইলের আমদানি শুল্ক কমানোর ফলে দাম কমতে বাধ্য। তিনি বলেন, এই প্রক্রিয়ার তদারকি ও বাস্তবায়নে এনবিআর, বাণিজ্য মন্ত্রণালয় ও ভোক্তা অধিদপ্তর সক্রিয় ভূমিকা রাখবে।
বুধবার (১৪ জানুয়ারী) রাজধানীর কারওয়ান বাজারে বুধবার ‘আইসিটি ও টেলিকম খাতের সংস্কারনামা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
ফয়েজ তৈয়্যব জানান, সরকার শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করেছে। এর ফলে ৩০ হাজার টাকার বেশি দামের ফোনের দাম আনুমানিক সাড়ে ৫ হাজার এবং ৩০ হাজার টাকার কম দামের ফোনের দাম দেড় হাজার টাকা কমবে। তিনি বলেন, ৩০ হাজার টাকার নিচের ফোনগুলো দেশে উৎপাদিত হয়, বিদেশ থেকে আসা ফোনের চাপ কমানোর জন্য শুল্ক হ্রাস করা হয়েছে।
তিনি আরও উল্লেখ করেন, ব্যবসায়ীদের স্টকে থাকা ফোনগুলো বৈধ করা হয়েছে এবং আগামী তিন মাস কোনো ফোন ব্লক হবে না। ফয়েজ তৈয়্যব বলেন, “এত কিছুর পরও আন্দোলন করা দুর্ভাগ্যজনক। এটি বিনিয়োগবান্ধব পরিবেশের জন্য ক্ষতিকর।”
সভায় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) কমিশনার (অব.) ইকবাল আহমেদ, টেলিকম বিশেষজ্ঞ মাহতাব উদ্দিন আহমেদ এবং আইসিটি শ্বেতপত্র টাস্কফোর্সের প্রধান অধ্যাপক নিয়াজ আসাদুল্লাহ উপস্থিত ছিলেন।




































