শুভ-ঐশীকে ঘিরে নতুন আলোচনার ঝড়
- সর্বশেষ আপডেট ০১:১৮:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
- / 150
ব্যক্তিজীবনে আড়ালপ্রিয় হিসেবেই পরিচিত চিত্রনায়িকা জান্নাতুল ফেরদৌস ঐশী ও নায়ক আরিফিন শুভ। কাজ ছাড়া তাদের খুব একটা দেখা মেলে না; সোশ্যাল হ্যান্ডেলেও সীমিত উপস্থিতি। তবু এই নীরব দুই তারকাকেই জুটি করে নির্মিত হয়েছে ‘মিশন এক্সট্রিম’, ‘ব্ল্যাক ওয়ার’এবং ‘নূর’। শেষের ছবিটি এখনো মুক্তির অপেক্ষায়। তবে ছবির বাইরে এসেও বারবার আলোচনায় এসেছে এই জুটি-বিশেষ করে শুভকে ঘিরে।
জুলাইয়ের রাজনৈতিক অস্থিরতার সময় শুভ যখন নিজের দাম্পত্য জীবনের ইতি টানার কথা প্রকাশ করেন, তখনই শুরু হয় নানান গুঞ্জন। অনেকেই ধারণা করেন-ব্যক্তিজীবনে ফাটলের নেপথ্যে নাকি ঐশী! অনুষ্ঠান-আয়োজনে দুজনকে একসঙ্গে দেখা যাওয়ায় সেই সন্দেহ আরও ঘনীভূত হয়েছিল। যদিও পরে সেই কথার কোনো ভিত্তি পাওয়া যায়নি। তবু গোপনে কৌতূহল বেঁচে ছিল।
এবার সেই নিঃশব্দ কৌতূহলে যেন নিজেরাই নতুন রঙ যোগ করলেন শুভ-ঐশী।
২৫ নভেম্বর সকালে প্রায় একই সময়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন দুজন-একই ধাঁচের আবছা আলোয়ের ছবি। শিউলি ফুল আঁকা শাড়িতে শুভর বুকে মাথা রেখে ধরা দিলেন ঐশী। ছবিগুলোই যেন নিজেদের গল্প নিজে বলছে।
কিন্তু আসল রহস্য লুকিয়ে ক্যাপশনে।
শুভ লিখলেন-“তোরে এত ভালবাসি, আর বলব কতবার।”
ঐশীর ক্যাপশনে সুর যেন একই-“যদি হারাস একটিবার, মরে যাব শতবার।”
দুটি ছবি, দুটি বাক্য-সুর এক। তাই পুরনো প্রশ্ন আবার সামনে-শুভ ও ঐশীর সেই গুঞ্জন কি সত্যিই ফিরছে? নাকি অন্য কোনো রহস্য?
এই সবকিছুর মাঝেই শোনা যাচ্ছে, রায়হান রাফীর পরিচালিত তাদের আলোচিত সিনেমা ‘নূর’খুব শিগগিরই মুক্তি পেতে যাচ্ছে বায়োস্কোপ প্লাসে। তাই নেটিজেনরা দ্বিধায়-এ কি সিনেমার প্রচারণা, না কি পর্দার বাইরেও জমে উঠছে অন্য রকম অনুভূতি?






































