ঢাকা ১২:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ১৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

শুটিং দলকে ভারত সফরের অনুমোদন

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৯:৫০:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬
  • / 4

বাংলাদেশ সরকার নিরাপত্তাজনিত কারণে দেশের ক্রিকেট দলকে ভারতের টি–টোয়েন্টি বিশ্বকাপে পাঠাতে না পারলেও, এশিয়ান রাইফেল ও পিস্তল শুটিং চ্যাম্পিয়নশিপে অংশ নিতে শুটিং দলকে অনুমোদন দিয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় জানিয়েছে, এই আন্তর্জাতিক প্রতিযোগিতা ২ থেকে ১৪ ফেব্রুয়ারি দিল্লিতে অনুষ্ঠিত হবে।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রতিযোগিতা সম্পূর্ণ ইনডোর ও সংরক্ষিত এলাকায় হওয়ায় বড় ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই। যুব ও ক্রীড়া সচিব মো. মাহবুব-উল-আলম বলেছেন, “বাংলাদেশ দলে মাত্র একজন খেলোয়াড় ও একজন কোচ রয়েছেন। ছোট দল। আয়োজকরা আমাদের নিরাপত্তার বিষয়ে নিশ্চয়তা দিয়েছে। সব দিক বিবেচনা করেই শুটিং দলকে ভারত সফরের অনুমতি দেওয়া হয়েছে।”

দেশের একমাত্র খেলোয়াড় হিসেবে অংশ নিচ্ছেন জাতীয় শুটার রবিউল ইসলাম। তাঁর ইভেন্ট অনুষ্ঠিত হবে ৫ ফেব্রুয়ারি। কোচ হিসেবে দলে রয়েছেন শারমিন আক্তার। রবিউল নৌবাহিনীর অ্যাথলেট হওয়ায় বিশেষ পাসপোর্ট সুবিধার মাধ্যমে ভিসা ছাড়াই সাত দিন ভারতে অবস্থান করতে পারবেন, তবে কোচ শারমিনকে ভিসা নিতে হবে। ৩১ জানুয়ারি তাঁরা দিল্লির উদ্দেশে রওনা হবেন।

২০২৪ সালের প্যারিস অলিম্পিকের পর এটি বাংলাদেশ শুটিং ফেডারেশনের প্রথম আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ। রবিউল ইসলাম জানান, প্রতিযোগিতায় অংশ নিতে অস্ত্র ও গুলি বহন করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন প্রয়োজন। যুব ও ক্রীড়া সচিব বলেন, “যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রয়োজনীয় সরকারি অনুমোদন (জিও) দেওয়া হয়েছে। আমি মনেপ্রাণে এটি বিশ্বাস করি।”

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

শুটিং দলকে ভারত সফরের অনুমোদন

সর্বশেষ আপডেট ০৯:৫০:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬

বাংলাদেশ সরকার নিরাপত্তাজনিত কারণে দেশের ক্রিকেট দলকে ভারতের টি–টোয়েন্টি বিশ্বকাপে পাঠাতে না পারলেও, এশিয়ান রাইফেল ও পিস্তল শুটিং চ্যাম্পিয়নশিপে অংশ নিতে শুটিং দলকে অনুমোদন দিয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় জানিয়েছে, এই আন্তর্জাতিক প্রতিযোগিতা ২ থেকে ১৪ ফেব্রুয়ারি দিল্লিতে অনুষ্ঠিত হবে।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রতিযোগিতা সম্পূর্ণ ইনডোর ও সংরক্ষিত এলাকায় হওয়ায় বড় ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই। যুব ও ক্রীড়া সচিব মো. মাহবুব-উল-আলম বলেছেন, “বাংলাদেশ দলে মাত্র একজন খেলোয়াড় ও একজন কোচ রয়েছেন। ছোট দল। আয়োজকরা আমাদের নিরাপত্তার বিষয়ে নিশ্চয়তা দিয়েছে। সব দিক বিবেচনা করেই শুটিং দলকে ভারত সফরের অনুমতি দেওয়া হয়েছে।”

দেশের একমাত্র খেলোয়াড় হিসেবে অংশ নিচ্ছেন জাতীয় শুটার রবিউল ইসলাম। তাঁর ইভেন্ট অনুষ্ঠিত হবে ৫ ফেব্রুয়ারি। কোচ হিসেবে দলে রয়েছেন শারমিন আক্তার। রবিউল নৌবাহিনীর অ্যাথলেট হওয়ায় বিশেষ পাসপোর্ট সুবিধার মাধ্যমে ভিসা ছাড়াই সাত দিন ভারতে অবস্থান করতে পারবেন, তবে কোচ শারমিনকে ভিসা নিতে হবে। ৩১ জানুয়ারি তাঁরা দিল্লির উদ্দেশে রওনা হবেন।

২০২৪ সালের প্যারিস অলিম্পিকের পর এটি বাংলাদেশ শুটিং ফেডারেশনের প্রথম আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ। রবিউল ইসলাম জানান, প্রতিযোগিতায় অংশ নিতে অস্ত্র ও গুলি বহন করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন প্রয়োজন। যুব ও ক্রীড়া সচিব বলেন, “যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রয়োজনীয় সরকারি অনুমোদন (জিও) দেওয়া হয়েছে। আমি মনেপ্রাণে এটি বিশ্বাস করি।”