ঢাকা ১০:১২ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ১০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

শুক্রবার আসছে আহমেদ সবুজের “কেউ পিরিত কইরো না”

বিনোদন প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৫:৪৮:২৯ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬
  • / 442

শুক্রবার আসছে আহমেদ সবুজের “কেউ পিরিত কইরো না”। ছবি: সংগৃহীত

প্রকাশ হতে যাচ্ছে আহমেদ সবুজের নতুন একটি গান ‘কেউ পিরিত কইরো না’। কিছুটা আধুনিক ধারার লোক গানটির কথা লিখেছেন লেখক, সাংবাদিক ও তরুণ গীতিকার জাহিন সিংহ।

আগামী ১৬ই জানুয়ারি শুক্রবার গানটি ‘আহমেদ সবুজ’ ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ হওয়ার কথা রয়েছে। ইতিমধ্যেই তৈরি করা হয়েছে ব্যতিক্রমধর্মী মিউজিক ভিডিও।

লালমনিরহাট জেলার মনোরম পরিবেশ বেষ্টিত বিভিন্ন লোকেশনে এর ভিডিও চিত্র ধারণ করা হয়েছে। আহমেদ সবুজের নির্দেশনায় যেখানে গঙ্গার বিপরীতে অভিনয় করেছেন সৌরভ সাহা। পাশাপাশি বাবা চরিত্রে সাইফুল ইসলাম, ভাই চরিত্রে শাহীন ও বান্ধবী হিসেবে জয়া অভিনয় করেছেন। এছাড়াও প্রযোজনা সহকারী হিসেবে কাজ করেছেন মেহেদী, নাইম, শাওন ও শাহ্জালাল।

গানটির সম্পর্কে আহমেদ সবুজ বলেন, গল্পনির্ভর একটি সিনেমেটিক মিউজিক ভিডিও তৈরির পরিকল্পনা ছিল। তার অংশ হিসেবে এবারের গানের সাথে ভিডিওটি সাজিয়েছি। আমার ভাইরাল হওয়া ‘হাত বাড়িয়ে ছুঁই না’ গানের মতো এবারের ‘কেউ পিরিত কইরো না’ গানটি নিয়েও আমি খুব আশাবাদী।

উল্লেখ্য, এর আগে আহমেদ সবুজের প্রকাশিত ‘একি করিলা’ ও ‘পিরিতের বেদনায়’ গানের কথাও লিখেছিলেন জাহিন সিংহ। সম্প্রতি এই গীতিকারের লেখা আরও বেশ কয়েকটি গানে কন্ঠ দিয়েছেন আহমেদ সবুজ। যা একের পর এক ধারাবাহিকভাবে প্রকাশিত হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

শুক্রবার আসছে আহমেদ সবুজের “কেউ পিরিত কইরো না”

সর্বশেষ আপডেট ০৫:৪৮:২৯ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬

প্রকাশ হতে যাচ্ছে আহমেদ সবুজের নতুন একটি গান ‘কেউ পিরিত কইরো না’। কিছুটা আধুনিক ধারার লোক গানটির কথা লিখেছেন লেখক, সাংবাদিক ও তরুণ গীতিকার জাহিন সিংহ।

আগামী ১৬ই জানুয়ারি শুক্রবার গানটি ‘আহমেদ সবুজ’ ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ হওয়ার কথা রয়েছে। ইতিমধ্যেই তৈরি করা হয়েছে ব্যতিক্রমধর্মী মিউজিক ভিডিও।

লালমনিরহাট জেলার মনোরম পরিবেশ বেষ্টিত বিভিন্ন লোকেশনে এর ভিডিও চিত্র ধারণ করা হয়েছে। আহমেদ সবুজের নির্দেশনায় যেখানে গঙ্গার বিপরীতে অভিনয় করেছেন সৌরভ সাহা। পাশাপাশি বাবা চরিত্রে সাইফুল ইসলাম, ভাই চরিত্রে শাহীন ও বান্ধবী হিসেবে জয়া অভিনয় করেছেন। এছাড়াও প্রযোজনা সহকারী হিসেবে কাজ করেছেন মেহেদী, নাইম, শাওন ও শাহ্জালাল।

গানটির সম্পর্কে আহমেদ সবুজ বলেন, গল্পনির্ভর একটি সিনেমেটিক মিউজিক ভিডিও তৈরির পরিকল্পনা ছিল। তার অংশ হিসেবে এবারের গানের সাথে ভিডিওটি সাজিয়েছি। আমার ভাইরাল হওয়া ‘হাত বাড়িয়ে ছুঁই না’ গানের মতো এবারের ‘কেউ পিরিত কইরো না’ গানটি নিয়েও আমি খুব আশাবাদী।

উল্লেখ্য, এর আগে আহমেদ সবুজের প্রকাশিত ‘একি করিলা’ ও ‘পিরিতের বেদনায়’ গানের কথাও লিখেছিলেন জাহিন সিংহ। সম্প্রতি এই গীতিকারের লেখা আরও বেশ কয়েকটি গানে কন্ঠ দিয়েছেন আহমেদ সবুজ। যা একের পর এক ধারাবাহিকভাবে প্রকাশিত হবে।