ঢাকা ১০:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

শীতার্তদের পাশে ইউএনও, পথচারী-এতিমদের দিলেন কম্বল

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ
  • সর্বশেষ আপডেট ০১:০৫:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬
  • / 133

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছেন গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাগুফতা হক। বুধবার রাতে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে ভ্যানচালক, দিনমজুর, পথচারী ও এতিমখানার শিক্ষার্থীদের মাঝে এসব কম্বল বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুম বিল্লাহ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শাহজাহান সিরাজসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

পথচারী আলী বলেন, ইউএনও স্যার নিজেই কম্বল হাতে আমাদের সামনে দাঁড়ালেন। সবার হাতে তুলে দিলেন কম্বল। ভয় মুহূর্তেই আনন্দে বদলে যায়।

তারাশী সামছুল উলুম মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীরা বলেন, হঠাৎ বড় হুজুর ডেকে বললেন, ইউএনও স্যার কম্বল নিয়ে এসেছেন। আমাদের ২০ জন ছাত্রকে কম্বল দেওয়া হয়েছে। এই শীতে এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হক বলেন, কয়েকদিন ধরে কোটালীপাড়ায় শীতের তীব্রতা অনেক বেড়েছে। তাই রাতের বেলাতেই উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে পথে-প্রান্তরে ও এতিমখানাগুলোতে শীতার্ত মানুষের মাঝে কম্বল পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

শীতার্তদের পাশে ইউএনও, পথচারী-এতিমদের দিলেন কম্বল

সর্বশেষ আপডেট ০১:০৫:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছেন গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাগুফতা হক। বুধবার রাতে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে ভ্যানচালক, দিনমজুর, পথচারী ও এতিমখানার শিক্ষার্থীদের মাঝে এসব কম্বল বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুম বিল্লাহ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শাহজাহান সিরাজসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

পথচারী আলী বলেন, ইউএনও স্যার নিজেই কম্বল হাতে আমাদের সামনে দাঁড়ালেন। সবার হাতে তুলে দিলেন কম্বল। ভয় মুহূর্তেই আনন্দে বদলে যায়।

তারাশী সামছুল উলুম মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীরা বলেন, হঠাৎ বড় হুজুর ডেকে বললেন, ইউএনও স্যার কম্বল নিয়ে এসেছেন। আমাদের ২০ জন ছাত্রকে কম্বল দেওয়া হয়েছে। এই শীতে এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হক বলেন, কয়েকদিন ধরে কোটালীপাড়ায় শীতের তীব্রতা অনেক বেড়েছে। তাই রাতের বেলাতেই উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে পথে-প্রান্তরে ও এতিমখানাগুলোতে শীতার্ত মানুষের মাঝে কম্বল পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছি।