শিশু সাজিদকে উদ্ধারে আবারও গর্তে নামানো হচ্ছে ক্যামেরা
- সর্বশেষ আপডেট ০২:৩০:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
- / 89
রাজশাহীর তানোরে গভীর নলকূপের গর্তে পড়ে যাওয়া দুই বছর বয়সী শিশু সাজিদকে উদ্ধার করতে ফায়ার সার্ভিসের অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধারকাজের অংশ হিসেবে বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে আবারও গর্তে ক্যামেরা নামানো হয়।
ঘটনাস্থলে ব্রিফিংয়ে ফায়ার সার্ভিসের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম জানান, প্রায় ২০০ ফুট গভীর এই গর্ত থেকে কাউকে তাৎক্ষণিকভাবে বের করে আনার মতো প্রযুক্তি এখনো কোন দেশেই নেই। নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে গর্তের পাশ ঘেঁষে আরেকটি গর্ত তৈরি করে অনুসন্ধান চালানো হচ্ছে। তার মতে, উন্নত দেশগুলোতে এমন পরিস্থিতিতে ৭৫ থেকে ৭৮ ঘণ্টা সময় লাগে গভীরে পৌঁছাতে।
তিনি আরও বলেন, প্রথম ধাপে ৩৫ ফুট পর্যন্ত ক্যামেরা নিচে পাঠানো হলেও কোনো দৃশ্য পাওয়া যায়নি। বর্তমানে ফায়ার সার্ভিস ৪৫ ফুট পর্যন্ত নামতে সক্ষম হয়েছে। ব্যবহৃত সব প্রযুক্তি সর্বাধুনিক এবং উদ্ধার পদ্ধতিতে কোনো ত্রুটি নেই বলেও তিনি আশ্বস্ত করেন।
বুধবার থেকে শিশুটিকে উদ্ধারে ফায়ার সার্ভিসের সদস্যরা টানা অভিযান চালিয়ে যাচ্ছেন।



































