ঢাকা ১২:১৪ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ

শিশু উপদেষ্টাদের অপকর্মের দায়ে বর্তমান সরকারও আসামি হবে

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা
  • সর্বশেষ আপডেট ১২:১৪:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ জুন ২০২৫
  • / 609

কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ

বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ বলেছেন, বর্তমান সরকারের উপদেষ্টারা যে সব অপকর্ম করছেন, তার দায় ভবিষ্যতে সরকারকেই বহন করতে হবে। তিনি মন্তব্য করেন, “শিশু উপদেষ্টাদের” ভুল সিদ্ধান্ত ও কর্মকাণ্ডের কারণে একদিন এই সরকারকেও বিচারের মুখোমুখি হতে হতে পারে।

সোমবার (৯ জুন) কুমিল্লার মুরাদনগর উপজেলার পরমতলা শব্দর খান উচ্চ বিদ্যালয় মাঠে ১৬নং ধামঘর ইউনিয়ন বিএনপির আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কায়কোবাদ বলেন, “বর্তমান সরকারের উপদেষ্টা পরিষদের অনেকেই রাজনৈতিক দিক থেকে অনভিজ্ঞ, অপরিপক্ব। তারা যেন শিশু! কোনো শিশুর হাতে যদি অভিভাবক ছুরি তুলে দেয় এবং সেই ছুরি দিয়ে কেউ খুন হয়, তাহলে কি শুধুই শিশুটি দায়ী থাকবে? দায় নিতে হবে সেই অভিভাবককেও। তেমনি, এই সরকার যেভাবে উপদেষ্টাদের দায়িত্ব দিয়েছে এবং ছুরি ধরিয়ে দিয়েছে, তাতে তারা যত অপকর্মই করুক, দায় এই সরকারের ওপরেই বর্তাবে।”

তিনি আরও বলেন, “ভবিষ্যতে যখন এসব অপকর্মের বিচার হবে, তখন কেবল উপদেষ্টারাই নয়, বর্তমান সরকারও অভিযুক্ত হিসেবে আসামির কাঠগড়ায় দাঁড়াবে।”

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভুঁইয়া, সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আক্তারুজ্জামান সরকার, সদস্য সচিব এফ তারেক মুন্সী, যুগ্ম আহ্বায়ক সৈয়দ তৌফিক মীর প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ধামঘর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন খোকন ও উপজেলা যুবদলের সদস্য কাউসারউল্ল্যাহ সাইফি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ

শিশু উপদেষ্টাদের অপকর্মের দায়ে বর্তমান সরকারও আসামি হবে

সর্বশেষ আপডেট ১২:১৪:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ জুন ২০২৫

বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ বলেছেন, বর্তমান সরকারের উপদেষ্টারা যে সব অপকর্ম করছেন, তার দায় ভবিষ্যতে সরকারকেই বহন করতে হবে। তিনি মন্তব্য করেন, “শিশু উপদেষ্টাদের” ভুল সিদ্ধান্ত ও কর্মকাণ্ডের কারণে একদিন এই সরকারকেও বিচারের মুখোমুখি হতে হতে পারে।

সোমবার (৯ জুন) কুমিল্লার মুরাদনগর উপজেলার পরমতলা শব্দর খান উচ্চ বিদ্যালয় মাঠে ১৬নং ধামঘর ইউনিয়ন বিএনপির আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কায়কোবাদ বলেন, “বর্তমান সরকারের উপদেষ্টা পরিষদের অনেকেই রাজনৈতিক দিক থেকে অনভিজ্ঞ, অপরিপক্ব। তারা যেন শিশু! কোনো শিশুর হাতে যদি অভিভাবক ছুরি তুলে দেয় এবং সেই ছুরি দিয়ে কেউ খুন হয়, তাহলে কি শুধুই শিশুটি দায়ী থাকবে? দায় নিতে হবে সেই অভিভাবককেও। তেমনি, এই সরকার যেভাবে উপদেষ্টাদের দায়িত্ব দিয়েছে এবং ছুরি ধরিয়ে দিয়েছে, তাতে তারা যত অপকর্মই করুক, দায় এই সরকারের ওপরেই বর্তাবে।”

তিনি আরও বলেন, “ভবিষ্যতে যখন এসব অপকর্মের বিচার হবে, তখন কেবল উপদেষ্টারাই নয়, বর্তমান সরকারও অভিযুক্ত হিসেবে আসামির কাঠগড়ায় দাঁড়াবে।”

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভুঁইয়া, সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আক্তারুজ্জামান সরকার, সদস্য সচিব এফ তারেক মুন্সী, যুগ্ম আহ্বায়ক সৈয়দ তৌফিক মীর প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ধামঘর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন খোকন ও উপজেলা যুবদলের সদস্য কাউসারউল্ল্যাহ সাইফি।