ঢাকা ০৯:১১ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

‘শিশুশ্রম প্রতিরোধে শিক্ষাকে গুরুত্ব দিতে হবে’

নিজস্ব প্রতিবেদক, লক্ষ্মীপুর
  • সর্বশেষ আপডেট ০৮:৪২:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫
  • / 77

‘শিশুশ্রম প্রতিরোধে শিক্ষাকে গুরুত্ব দিতে হবে’

লক্ষ্মীপুরের জেলা প্রশাসক রাজিব কুমার সরকার বলেছেন, শিশুশ্রম প্রতিরোধে শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। পাশাপাশি আইন প্রয়োগের সঙ্গে সঙ্গে সামাজিক জাগরণ সৃষ্টি করতে হবে। সচেতন হতে হবে অভিভাবকদেরও। বাবা-মাকে বুঝতে হবে—সন্তানই তাদের শ্রেষ্ঠ সম্পদ, আর শ্রেষ্ঠ বিনিয়োগ হচ্ছে শিক্ষা।

বৃহস্পতিবার (১৯ জুন) সকালে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটির আয়োজন করে জেলা প্রশাসন ও ফেনী কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর।

জেলা প্রশাসক আরও বলেন, অধিকাংশ অভিভাবক শিশু সন্তানকে স্কুলে না পাঠিয়ে কাজে লাগান—নিজেদের সঙ্গে কিংবা অন্যত্র। এতে তাৎক্ষণিকভাবে তারা কিছুটা উপকৃত হলেও দীর্ঘমেয়াদে তা ক্ষতিকর। আবার অনেকেই বাল্যবিয়ে দিচ্ছেন সন্তানদের। দারিদ্র্যের অজুহাতে এসব কাজ করা হচ্ছে, অথচ বিশ্বে এমন কোনো নজির নেই যে, বাল্যবিবাহ ও শিশুশ্রম দারিদ্র্য কমাতে সাহায্য করেছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—জেলা সিভিল সার্জন মোহাম্মদ আবু হাসান শাহীন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জেপি দেওয়ান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. রেজাউল হক, ফেনী কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের পরিদর্শক শুভঙ্কর দত্ত, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানা, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাভেলসহ আরও অনেকে।

এর আগে দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালিটি জেলা কালেক্টরেট প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হয়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

‘শিশুশ্রম প্রতিরোধে শিক্ষাকে গুরুত্ব দিতে হবে’

সর্বশেষ আপডেট ০৮:৪২:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫

লক্ষ্মীপুরের জেলা প্রশাসক রাজিব কুমার সরকার বলেছেন, শিশুশ্রম প্রতিরোধে শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। পাশাপাশি আইন প্রয়োগের সঙ্গে সঙ্গে সামাজিক জাগরণ সৃষ্টি করতে হবে। সচেতন হতে হবে অভিভাবকদেরও। বাবা-মাকে বুঝতে হবে—সন্তানই তাদের শ্রেষ্ঠ সম্পদ, আর শ্রেষ্ঠ বিনিয়োগ হচ্ছে শিক্ষা।

বৃহস্পতিবার (১৯ জুন) সকালে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটির আয়োজন করে জেলা প্রশাসন ও ফেনী কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর।

জেলা প্রশাসক আরও বলেন, অধিকাংশ অভিভাবক শিশু সন্তানকে স্কুলে না পাঠিয়ে কাজে লাগান—নিজেদের সঙ্গে কিংবা অন্যত্র। এতে তাৎক্ষণিকভাবে তারা কিছুটা উপকৃত হলেও দীর্ঘমেয়াদে তা ক্ষতিকর। আবার অনেকেই বাল্যবিয়ে দিচ্ছেন সন্তানদের। দারিদ্র্যের অজুহাতে এসব কাজ করা হচ্ছে, অথচ বিশ্বে এমন কোনো নজির নেই যে, বাল্যবিবাহ ও শিশুশ্রম দারিদ্র্য কমাতে সাহায্য করেছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—জেলা সিভিল সার্জন মোহাম্মদ আবু হাসান শাহীন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জেপি দেওয়ান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. রেজাউল হক, ফেনী কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের পরিদর্শক শুভঙ্কর দত্ত, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানা, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাভেলসহ আরও অনেকে।

এর আগে দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালিটি জেলা কালেক্টরেট প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হয়।