নারী ওয়ানডে বিশ্বকাপ
শিরোপা জিততে দক্ষিণ আফ্রিকার লক্ষ্য ২৯৯
- সর্বশেষ আপডেট ০৯:৫২:০৮ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫
- / 74
আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপ এক নতুন চ্যাম্পিয়নের অপেক্ষায়। নাভি মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে অনুষ্ঠিত শিরোপা নির্ধারণী ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লড়াকু সংগ্রহ দাঁড় করিয়েছে স্বাগতিক ভারত। শেফালি ভার্মা ও দীপ্তি শর্মার জোড়া অর্ধশতক এবং রিচা ঘোষের ঝড়ো ইনিংসে ভর করে হারমানপ্রীত কৌরের দল নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ২৯৮ রান করেছে। ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপ শিরোপা জিততে হলে দক্ষিণ আফ্রিকাকে এখন ২৯৯ রান করতে হবে।
বৃষ্টির কারণে দেরিতে শুরু হওয়া ম্যাচে টস জিতে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক লরা উলভার্ট ভারতকে ব্যাট করতে পাঠান। কিন্তু স্বাগতিকদের দুই ওপেনার স্মৃতি মান্ধানা ও শেফালি ভার্মা শুরু থেকেই চড়াও হয়ে খেলতে থাকেন। এই দুজন পাওয়ার প্লের ১০ ওভারেই ৬৪ রান তুলে ফেলেন এবং উদ্বোধনী জুটিতেই শতরানের দেখা পান।
শেফালি ও মান্ধানার ১০৪ রানের এই জুটি নারী ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে ভারতের পক্ষে সর্বোচ্চ উদ্বোধনী জুটি। সব মিলিয়ে বিশ্বকাপের ফাইনালে এটি দ্বিতীয় সর্বোচ্চ ওপেনিং পার্টনারশিপ। এই তালিকার শীর্ষে আছে অস্ট্রেলিয়ার অ্যালিসা হিলি ও র্যাচেল হেইন্সের ১৬০ রানের জুটি (২০২২ বিশ্বকাপ ফাইনালে)।
শতরানের জুটি গড়ার পরপরই অবশ্য দুই ওপেনার বিদায় নেন। স্মৃতি মান্ধানা ৫৮ বলে ৮টি চারের সাহায্যে ৪৫ রান করে ফিরে যান। এর আগেই ৪৯ বলে ফিফটি তুলে নেওয়া শেফালি সেঞ্চুরির দিকে এগোচ্ছিলেন, কিন্তু ৭৮ বলে ৭ চার ও ২ ছক্কায় ৮৭ রানের দুর্দান্ত ইনিংস খেলে থামেন তিনি।
মাঝপথে জেমিমাহ রদ্রিগেজ (৩৭ বলে ২৪) এবং অধিনায়ক হারমানপ্রীত কৌর (২০) দ্রুত ফিরে গেলে কিছুটা চাপে পড়ে ভারত। সেখান থেকে দলের হাল ধরেন দীপ্তি শর্মা ও রিচা ঘোষ। দীপ্তি শর্মা ৫৮ বলে ৫৮ রানের দায়িত্বশীল এক ইনিংস খেলেন। অন্যদিকে, রিচা ঘোষ মাত্র ২৪ বলে ৩৪ রানের এক ঝড়ো ইনিংস খেলে দলের সংগ্রহ তিনশোর কাছাকাছি নিয়ে যান।দক্ষিণ আফ্রিকার পক্ষে আয়বঙ্গা খাকা ৩টি এবং ক্লোয়ি ট্রায়ন ১টি উইকেট লাভ করেন।



































