ঢাকা ০৩:০৭ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
জয়রথ চলছেই

শিরোপার দ্বারপ্রান্তে বাংলাদেশ নারী দল

ক্রীড়া প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৭:২৬:১৬ পূর্বাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫
  • / 172

শিরোপার দ্বারপ্রান্তে বাংলাদেশ নারী দল

সাফ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল টুর্নামেন্টে দুর্দান্ত ফর্মে রয়েছে স্বাগতিক বাংলাদেশ। শুক্রবার (১৯ জুলাই) অনুষ্ঠিত গ্রুপপর্বের পঞ্চম ম্যাচে শ্রীলঙ্কাকে ৫-০ গোলে হারিয়েছে লাল-সবুজের দল। এর ফলে পাঁচ ম্যাচে টানা পাঁচ জয়ে পূর্ণ ১৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে বাংলাদেশ।

ঢাকার বসুন্ধরা কিংস অ্যারেনার অনুশীলন মাঠে দিনের আরেক ম্যাচে নেপাল ৮-০ গোলে ভুটানকে পরাজিত করে। এতে তাদের সংগ্রহ দাঁড়ায় ১২ পয়েন্টে। শেষ ম্যাচে নেপাল যদি বাংলাদেশকে হারাতে পারে, তাহলে দুই দলেরই পয়েন্ট হবে সমান ১৫। তখন হেড টু হেড গোল পার্থক্য বিবেচনায় নেওয়া হবে। সেখানেও যদি সমতা থাকে, তাহলে শিরোপা নির্ধারিত হবে টাইব্রেকারে। তবে বাংলাদেশের জন্য সমীকরণ সহজ—শেষ ম্যাচে একটি ড্রই যথেষ্ট চ্যাম্পিয়ন হওয়ার জন্য।

শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে বাংলাদেশ একের পর এক আক্রমণ করে গিয়েছে। ম্যাচের ২৫ মিনিটে কানন রানী দূরপাল্লার শটে জালে বল জড়ান। এরপর ইনজুরি টাইমে পূজা দাস স্কোরলাইন ২-০ করেন।

দ্বিতীয়ার্ধে পূজা বিশ্বাস আরও একটি গোল করেন। এরপর শ্রীমতি তৃষ্ণা রাণী এবং অধিনায়ক আফিদা খন্দকারের গোল যোগ হলে ম্যাচ শেষ হয় ৫-০ ব্যবধানে। উল্লেখযোগ্য যে, এই ম্যাচেও বেশ কিছু সুযোগ হাতছাড়া করেছে স্বাগতিক দল এবং শ্রীলঙ্কার গোলরক্ষক দুর্দান্ত কয়েকটি সেভ করেন। ইনজুরি সময়ে এক হ্যান্ডবলের ঘটনায় রেফারি পেনাল্টির নির্দেশ দিলে আফিদা খন্দকার নিশ্চিত করেন দলের পঞ্চম গোল।

এই জয়ে বাংলাদেশের অপরাজিত যাত্রা আরও একধাপ এগিয়ে গেল। এখন শুধু নেপালের বিপক্ষে শেষ ম্যাচেই চোখ, যেখানে একটি ড্রই এনে দিতে পারে শিরোপা।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

জয়রথ চলছেই

শিরোপার দ্বারপ্রান্তে বাংলাদেশ নারী দল

সর্বশেষ আপডেট ০৭:২৬:১৬ পূর্বাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫

সাফ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল টুর্নামেন্টে দুর্দান্ত ফর্মে রয়েছে স্বাগতিক বাংলাদেশ। শুক্রবার (১৯ জুলাই) অনুষ্ঠিত গ্রুপপর্বের পঞ্চম ম্যাচে শ্রীলঙ্কাকে ৫-০ গোলে হারিয়েছে লাল-সবুজের দল। এর ফলে পাঁচ ম্যাচে টানা পাঁচ জয়ে পূর্ণ ১৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে বাংলাদেশ।

ঢাকার বসুন্ধরা কিংস অ্যারেনার অনুশীলন মাঠে দিনের আরেক ম্যাচে নেপাল ৮-০ গোলে ভুটানকে পরাজিত করে। এতে তাদের সংগ্রহ দাঁড়ায় ১২ পয়েন্টে। শেষ ম্যাচে নেপাল যদি বাংলাদেশকে হারাতে পারে, তাহলে দুই দলেরই পয়েন্ট হবে সমান ১৫। তখন হেড টু হেড গোল পার্থক্য বিবেচনায় নেওয়া হবে। সেখানেও যদি সমতা থাকে, তাহলে শিরোপা নির্ধারিত হবে টাইব্রেকারে। তবে বাংলাদেশের জন্য সমীকরণ সহজ—শেষ ম্যাচে একটি ড্রই যথেষ্ট চ্যাম্পিয়ন হওয়ার জন্য।

শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে বাংলাদেশ একের পর এক আক্রমণ করে গিয়েছে। ম্যাচের ২৫ মিনিটে কানন রানী দূরপাল্লার শটে জালে বল জড়ান। এরপর ইনজুরি টাইমে পূজা দাস স্কোরলাইন ২-০ করেন।

দ্বিতীয়ার্ধে পূজা বিশ্বাস আরও একটি গোল করেন। এরপর শ্রীমতি তৃষ্ণা রাণী এবং অধিনায়ক আফিদা খন্দকারের গোল যোগ হলে ম্যাচ শেষ হয় ৫-০ ব্যবধানে। উল্লেখযোগ্য যে, এই ম্যাচেও বেশ কিছু সুযোগ হাতছাড়া করেছে স্বাগতিক দল এবং শ্রীলঙ্কার গোলরক্ষক দুর্দান্ত কয়েকটি সেভ করেন। ইনজুরি সময়ে এক হ্যান্ডবলের ঘটনায় রেফারি পেনাল্টির নির্দেশ দিলে আফিদা খন্দকার নিশ্চিত করেন দলের পঞ্চম গোল।

এই জয়ে বাংলাদেশের অপরাজিত যাত্রা আরও একধাপ এগিয়ে গেল। এখন শুধু নেপালের বিপক্ষে শেষ ম্যাচেই চোখ, যেখানে একটি ড্রই এনে দিতে পারে শিরোপা।