ঢাকা ০৭:০০ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ছাত্রদলের সাধারণ সম্পাদক

শিবির জাতীয় সংগীত মানে না, তাই ঐক্য অসম্ভব

নিজস্ব প্রতিবেদক, রাবি (রাজশাহী)
  • সর্বশেষ আপডেট ০৫:০১:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫
  • / 302

ছাত্রদলের সাধারণ সম্পাদক

জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির বলেছেন, “বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জাতীয় সংগীতের চর্চাকে বাধাগ্রস্ত করে, এজন্য তাদের সঙ্গে কোনো ছাত্রসংগঠনের ঐক্য সম্ভব নয়।”
বুধবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে শাখা ছাত্রদলের আয়োজন করা জুলাই শহীদ স্মরণসভায় তিনি এসব মন্তব্য করেন।

নাছির উদ্দিন বলেন, “শাহবাগে সম্প্রতি আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে অনুষ্ঠিত এক আন্দোলনে ছাত্রশিবিরসহ বিভিন্ন সংগঠন অংশ নেয়, কিন্তু তারা জানিয়েছে জাতীয় সংগীত গাওয়া যাবে না। যারা জাতীয় সংগীত গাইতে দেয় না, তাদের সঙ্গে কীভাবে ঐক্য হবে, আমি তা বুঝি না।”

তিনি আরও বলেন, “ছাত্রলীগ ও ছাত্রশিবিরের মধ্যে ‘কৌশলগত সম্পর্ক’ রয়েছে। যেখানে ছাত্রলীগের কোনো নেতাকর্মী পুলিশে যায়, সেখানে দেখা যায় ছাত্রশিবির এসে তাকে ছাড়িয়ে নিচ্ছে। তারা ছাত্রলীগের পরিচয়ে রাজনীতি করে, পরে শিবিরের বিভিন্ন দায়িত্ব নেয়।”
নাছির উদ্দিন এই ঘটনা গাজীপুর, চকবাজার ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ঘটার কথা উল্লেখ করেন।

অন্যদিকে ছাত্রদলের কেন্দ্রীয় সহসভাপতি মো. জহির রায়হান আহমেদ স্মরণ করেন, “গত বছর দেশের বিভিন্ন স্থানে কারফিউ আরোপ ও ইন্টারনেট বন্ধ থাকার মধ্যেও আমাদের আন্দোলন অব্যাহত ছিল। জুলাই অভ্যুত্থান একদিনে হয়নি, এর পেছনে দীর্ঘ সংগ্রাম রয়েছে।”

সভায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহমেদ রাহী বলেন, “আমাদের রাজনীতি শুরু করার পর থেকে সবচেয়ে বেশি ক্ষতি করেছে জামায়াতে ইসলামী ও ছাত্রশিবির। দেশে অস্থিরতা দেখা দিলে এসব সংগঠনের সরাসরি বা পরোক্ষ সংশ্লিষ্টতা লক্ষ করা যায়।”

শহীদ স্মরণসভায় জুলাই অভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয় এবং ঢাকায় সাম্প্রতিক বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের জন্য দোয়া-মোনাজাত করা হয়। অনুষ্ঠানে রাজশাহী বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম, ইউট্যাব এবং বিএনপিপন্থী বিভিন্ন রাজনৈতিক ও শিক্ষাবিদ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ছাত্রদলের সাধারণ সম্পাদক

শিবির জাতীয় সংগীত মানে না, তাই ঐক্য অসম্ভব

সর্বশেষ আপডেট ০৫:০১:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫

জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির বলেছেন, “বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জাতীয় সংগীতের চর্চাকে বাধাগ্রস্ত করে, এজন্য তাদের সঙ্গে কোনো ছাত্রসংগঠনের ঐক্য সম্ভব নয়।”
বুধবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে শাখা ছাত্রদলের আয়োজন করা জুলাই শহীদ স্মরণসভায় তিনি এসব মন্তব্য করেন।

নাছির উদ্দিন বলেন, “শাহবাগে সম্প্রতি আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে অনুষ্ঠিত এক আন্দোলনে ছাত্রশিবিরসহ বিভিন্ন সংগঠন অংশ নেয়, কিন্তু তারা জানিয়েছে জাতীয় সংগীত গাওয়া যাবে না। যারা জাতীয় সংগীত গাইতে দেয় না, তাদের সঙ্গে কীভাবে ঐক্য হবে, আমি তা বুঝি না।”

তিনি আরও বলেন, “ছাত্রলীগ ও ছাত্রশিবিরের মধ্যে ‘কৌশলগত সম্পর্ক’ রয়েছে। যেখানে ছাত্রলীগের কোনো নেতাকর্মী পুলিশে যায়, সেখানে দেখা যায় ছাত্রশিবির এসে তাকে ছাড়িয়ে নিচ্ছে। তারা ছাত্রলীগের পরিচয়ে রাজনীতি করে, পরে শিবিরের বিভিন্ন দায়িত্ব নেয়।”
নাছির উদ্দিন এই ঘটনা গাজীপুর, চকবাজার ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ঘটার কথা উল্লেখ করেন।

অন্যদিকে ছাত্রদলের কেন্দ্রীয় সহসভাপতি মো. জহির রায়হান আহমেদ স্মরণ করেন, “গত বছর দেশের বিভিন্ন স্থানে কারফিউ আরোপ ও ইন্টারনেট বন্ধ থাকার মধ্যেও আমাদের আন্দোলন অব্যাহত ছিল। জুলাই অভ্যুত্থান একদিনে হয়নি, এর পেছনে দীর্ঘ সংগ্রাম রয়েছে।”

সভায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহমেদ রাহী বলেন, “আমাদের রাজনীতি শুরু করার পর থেকে সবচেয়ে বেশি ক্ষতি করেছে জামায়াতে ইসলামী ও ছাত্রশিবির। দেশে অস্থিরতা দেখা দিলে এসব সংগঠনের সরাসরি বা পরোক্ষ সংশ্লিষ্টতা লক্ষ করা যায়।”

শহীদ স্মরণসভায় জুলাই অভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয় এবং ঢাকায় সাম্প্রতিক বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের জন্য দোয়া-মোনাজাত করা হয়। অনুষ্ঠানে রাজশাহী বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম, ইউট্যাব এবং বিএনপিপন্থী বিভিন্ন রাজনৈতিক ও শিক্ষাবিদ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।