সালাহউদ্দিন আহমেদ
শিগগিরই দেশে ফিরছেন তারেক রহমান
- সর্বশেষ আপডেট ১১:৪৮:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫
- / 52
শিগগিরই দেশে ফিরছেন তারেক রহমান বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। সোমবার (১ ডিসেম্বর) রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।
তবে খালেদা জিয়ার স্বাস্থ্যের ব্যাপারে কিছু জানাননি সালাহউদ্দিন আহমেদ। এ ছাড়া বৈঠকে চলমান রাজনীতি ও নির্বাচনি কৌশল নিয়ে আলোচনা হয়েছে বলে জানান তিনি।
রোববার (৩০ নভেম্বর) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে আসতে চাইলে একদিনে ট্রাভেল পাস দেয়া সম্ভব বলে জানিয়েছিলেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, তারেক রহমান দেশে আসতে চাইলে কোনো বিধিনিষেধ নেই, একদিনে ট্রাভেল পাস দেয়া সম্ভব। আর খালেদা জিয়া অসুস্থতার জন্য বিদেশে যেতে চাইলে, যা সহযোগিতা দরকার অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে সেই সহযোগিতা করা হবে।
































