ঢাকা ০৯:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
কারিগরি ছাত্র আন্দোলন

শিক্ষার্থীদের অবরোধ প্রত্যাহার, যান চলাচল শুরু

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৩:১২:১৭ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫
  • / 79

ফাইল ছবি

রাজধানীর তেজগাঁওয়ের সাতরাস্তা মোড়ে সড়ক অবরোধ প্রত্যাহার করেছেন ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটসহ সরকারি-বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। তবে আন্দোলনকারী শিক্ষার্থীরা সাতরাস্তা মোড়ে অবস্থান করছেন। অবরোধ প্রত্যাহার করায় সাতরাস্তা মোড় দিয়ে যান চলাচল শুরু হয়েছে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে সড়কের পাশে অবস্থান নেন শিক্ষার্থীরা। এতে ওই এলাকায় যান চলাচল শুরু হয়েছে।

কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ’ ব্যানারের আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষ থেকে বলা হয়, তাঁরা আপাতত সড়ক অবরোধ প্রত্যাহার করেছেন। তবে তাঁরা সাতরাস্তা মোড়ে অবস্থান করবেন। সড়কের ফাঁকা অংশ দিয়ে যান চলাচল করবে।

শিক্ষার্থীরা জানান, তারা জনদুর্ভোগ সৃষ্টি করতে চান না; বরং নিজেদের ন্যায্য দাবি আদায়েই তাদের এই কর্মসূচি। দাবি পূরণ না হওয়া পর্যন্ত সারা দেশে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন তারা।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

কারিগরি ছাত্র আন্দোলন

শিক্ষার্থীদের অবরোধ প্রত্যাহার, যান চলাচল শুরু

সর্বশেষ আপডেট ০৩:১২:১৭ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫

রাজধানীর তেজগাঁওয়ের সাতরাস্তা মোড়ে সড়ক অবরোধ প্রত্যাহার করেছেন ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটসহ সরকারি-বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। তবে আন্দোলনকারী শিক্ষার্থীরা সাতরাস্তা মোড়ে অবস্থান করছেন। অবরোধ প্রত্যাহার করায় সাতরাস্তা মোড় দিয়ে যান চলাচল শুরু হয়েছে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে সড়কের পাশে অবস্থান নেন শিক্ষার্থীরা। এতে ওই এলাকায় যান চলাচল শুরু হয়েছে।

কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ’ ব্যানারের আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষ থেকে বলা হয়, তাঁরা আপাতত সড়ক অবরোধ প্রত্যাহার করেছেন। তবে তাঁরা সাতরাস্তা মোড়ে অবস্থান করবেন। সড়কের ফাঁকা অংশ দিয়ে যান চলাচল করবে।

শিক্ষার্থীরা জানান, তারা জনদুর্ভোগ সৃষ্টি করতে চান না; বরং নিজেদের ন্যায্য দাবি আদায়েই তাদের এই কর্মসূচি। দাবি পূরণ না হওয়া পর্যন্ত সারা দেশে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন তারা।