শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধসহ ১১ বিষয়ে সরকারের নীতিগত সিদ্ধান্ত
- সর্বশেষ আপডেট ০৫:৩৮:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬
- / 11
রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক ছবি: সংগৃহীত রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক ছবি: সংগৃহীত
নতুন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এক বৈঠকে কর্মক্ষেত্র ও শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধ, পারিবারিক সহিংসতা প্রতিরোধ এবং ক্রীড়া, বাণিজ্য, আন্তর্জাতিক কূটনীতি ও নগর উন্নয়নসহ মোট ১১টি গুরুত্বপূর্ণ অধ্যাদেশ ও নীতিগত সিদ্ধান্ত অনুমোদন করেছে।
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে দেশের কাঠামোগত সংস্কারের জন্য বেশ কয়েকটি পদক্ষেপ চূড়ান্ত করা হয়েছে।
প্রেস সচিব শফিকুল আলম বিকেলে বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে জানিয়েছেন, বৈঠকে পারিবারিক সহিংসতা প্রতিরোধ অধ্যাদেশের খসড়া নীতিগত অনুমোদন পেয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদ অধ্যাদেশ এবং প্রাণী ও প্রাণীজাত পণ্য সংক্রান্ত অধ্যাদেশ-২০২৬ চূড়ান্ত অনুমোদন পেয়েছে। প্রতিবছর ২৩ মার্চকে ‘বিএনসিসি ডে’ হিসেবে ঘোষণা করার প্রস্তাবও অনুমোদন করা হয়েছে।
আন্তর্জাতিক পর্যায়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হিসেবে জাতিসংঘের নির্যাতন ও নিষ্ঠুর, অমানবিক বা অবমাননাকর আচরণ সংক্রান্ত কনভেনশন-৭০(১) ধারার আওতায় বাংলাদেশ কর্তৃক পূর্বে প্রদত্ত ঘোষণা প্রত্যাহারের প্রস্তাব অনুমোদন পেয়েছে। বৈঠকে গায়ানায় বাংলাদেশের নতুন কূটনৈতিক মিশন খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া ২০২৫-২৮ সময়কালের আমদানি নীতি আদেশের খসড়া অনুমোদিত হয়েছে।
নারায়ণগঞ্জ ও কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ অধ্যাদেশের খসড়াও নীতিগত ও চূড়ান্ত অনুমোদন পেয়েছে। আন্তর্জাতিক পারিবারিক আইনের ক্ষেত্রে, নেদারল্যান্ডস ভিত্তিক হেগ কনভেনশন অন সিভিল অ্যাসপেক্টস অব ইন্টারন্যাশনাল চাইল্ড অ্যাবডাকশন-১৯৮০-এ বাংলাদেশের পক্ষভুক্ত হওয়ার প্রস্তাব বৈঠকে অনুমোদন হয়েছে।
এই পদক্ষেপগুলো নারীদের সুরক্ষা, মানবাধিকার রক্ষা, ক্রীড়া ও বাণিজ্য উন্নয়ন, আন্তর্জাতিক কূটনীতি এবং নগর ব্যবস্থাপনার কাঠামোগত সংস্কারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে অভ্যন্তরীণভাবে আশা প্রকাশ করা হয়েছে।






























