শিক্ষকের মারধরে রক্তাক্ত শিশুশিক্ষার্থীর, হাসপাতালে ভর্তি
- সর্বশেষ আপডেট ০১:১১:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫
- / 109
ঝালকাঠির কাঠালিয়ায় শিক্ষকের চড়ে মিম আক্তার নামের দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থী আহত হয়েছে। আঘাতে তার নাক ফেটে যায় ও রক্তক্ষরণ হলে তাকে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে উপজেলার আওরাবুনিয়ায় এ ঘটনা ঘটে।
অভিযুক্ত হাসিব কাঠালিয়ার আওরাবুনিয়া নেছারিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষক ও জাহাঙ্গীরের ছেলে। আহত মিম ওই মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির ছাত্রী। সে রাজাপুর উপজেলার মনোহরপুর গ্রামের বাসিন্দা আবুল কালাম আজাদের মেয়ে।
জানা গেছে, প্রাইভেট পড়তে গেলে পড়া না পারার কারণে অভিযুক্ত শিক্ষক হাসিব ছাত্রীর কান ধরে টেবিলের সঙ্গে আঘাত করে। এতে মিম আক্তারের নাক ফেটে যায় এবং কানে জখম হয়। তার পরেও ক্ষ্যান্ত না হয়ে লাঠি এনে তাকে আরও মারধর করে। পরে তাকে দ্রুত রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
আহত ছাত্রী মিম আক্তার ও তার বাবা আবুল কালাম আজাদ অভিযোগ করে বলেন, শিক্ষক অমানবিক আচরণ করেছেন এবং শারীরিকভাবে গুরুতর আঘাত করা হয়েছে। তারা দোষীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে অভিযুক্ত শিক্ষকের বক্তব্য জানার চেষ্টা করা হলে তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। পুলিশ জানায়, অভিযোগের ভিত্তিতে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


































