ঢাকা ০১:২০ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

শিক্ষকদের আন্দোলনে দেড় ঘণ্টা দেরিতে শুরু হলো বার্ষিক পরীক্ষা

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ী
  • সর্বশেষ আপডেট ০৪:১১:৪৮ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫
  • / 80

শিক্ষকদের আন্দোলনে দেড় ঘণ্টা দেরিতে শুরু হলো বার্ষিক পরীক্ষা

প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের তিন দফা দাবিতে চলমান কর্মবিরতির প্রভাব পড়েছে রাজবাড়ীর বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষায়। সোমবার (১ ডিসেম্বর) সকালে রাজবাড়ী টাউন মক্তব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিতে এলেও সহকারী শিক্ষকদের কর্মবিরতির কারণে পরীক্ষা নির্ধারিত সময়ে শুরু করা সম্ভব হয়নি।

জানা যায়, দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে রোববার থেকে সহকারী শিক্ষকদের কর্মবিরতি ও পরীক্ষা বর্জন কর্মসূচি চলমান। দীর্ঘদিনের দাবি বাস্তবায়নে অগ্রগতি না থাকায় তারা অনির্দিষ্টকালের আন্দোলনে নেমেছেন। এর অংশ হিসেবে টাউন মক্তব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ম ও ২য় শাখার শিক্ষকরা কর্মবিরতি পালন করেন। এতে স্কুলে এসে পরীক্ষায় অংশ নিতে চাওয়া অনেক শিক্ষার্থী হতাশ হয়ে বাড়ি ফিরে যায়। পরিস্থিতি উত্তপ্ত হলে অভিভাবকরাও ক্ষোভ প্রকাশ করেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা প্রশাসক, ইউএনও, ওসি, জেলা প্রাথমিক শিক্ষা অফিসারসহ প্রশাসনের কর্মকর্তারা স্কুলে উপস্থিত হন। পরে তারা শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে আলোচনা করে অবস্থা স্বাভাবিক করেন। প্রথম শাখায় নির্ধারিত সময়ের এক ঘণ্টা পরে এবং দ্বিতীয় শাখায় দেড় ঘণ্টা পরে পরীক্ষা শুরু করা হয়।

অভিভাবকরা বলেন, শিক্ষকদের কর্মবিরতি শিক্ষার্থীদের পরীক্ষায় বড় ধরনের ক্ষতি করছে। তাদের দাবি-দাওয়া থাকলেও তা শিক্ষার্থীদের ভবিষ্যতের ওপর প্রভাব ফেলতে পারে—এ ধরনের আন্দোলন কাম্য নয়।

সদর থানার ওসি মাহমুদুর রহমান জানান, প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং কিছু বিলম্বে পরীক্ষা শুরু হয়।

স্কুলের প্রধান শিক্ষক জুন কক্স বলেন, কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী পরীক্ষা নেওয়া বাধ্যতামূলক। সহকারী শিক্ষকরা সহযোগিতা না করলে অভিভাবকদের সহায়তা নিয়ে পরীক্ষার ব্যবস্থা করা হবে। পরীক্ষায় অনুপস্থিত শিক্ষার্থীদের বিষয়ে সিদ্ধান্ত নিয়ে পরে ব্যবস্থা নেওয়া হবে।

জেলা প্রশাসক সুলতানা আক্তার বলেন, শিশুদের ক্ষতি হয় এমন আন্দোলন গ্রহণযোগ্য নয়। যারা দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন, তাদের বিরুদ্ধে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

শিক্ষকদের আন্দোলনে দেড় ঘণ্টা দেরিতে শুরু হলো বার্ষিক পরীক্ষা

সর্বশেষ আপডেট ০৪:১১:৪৮ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫

প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের তিন দফা দাবিতে চলমান কর্মবিরতির প্রভাব পড়েছে রাজবাড়ীর বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষায়। সোমবার (১ ডিসেম্বর) সকালে রাজবাড়ী টাউন মক্তব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিতে এলেও সহকারী শিক্ষকদের কর্মবিরতির কারণে পরীক্ষা নির্ধারিত সময়ে শুরু করা সম্ভব হয়নি।

জানা যায়, দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে রোববার থেকে সহকারী শিক্ষকদের কর্মবিরতি ও পরীক্ষা বর্জন কর্মসূচি চলমান। দীর্ঘদিনের দাবি বাস্তবায়নে অগ্রগতি না থাকায় তারা অনির্দিষ্টকালের আন্দোলনে নেমেছেন। এর অংশ হিসেবে টাউন মক্তব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ম ও ২য় শাখার শিক্ষকরা কর্মবিরতি পালন করেন। এতে স্কুলে এসে পরীক্ষায় অংশ নিতে চাওয়া অনেক শিক্ষার্থী হতাশ হয়ে বাড়ি ফিরে যায়। পরিস্থিতি উত্তপ্ত হলে অভিভাবকরাও ক্ষোভ প্রকাশ করেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা প্রশাসক, ইউএনও, ওসি, জেলা প্রাথমিক শিক্ষা অফিসারসহ প্রশাসনের কর্মকর্তারা স্কুলে উপস্থিত হন। পরে তারা শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে আলোচনা করে অবস্থা স্বাভাবিক করেন। প্রথম শাখায় নির্ধারিত সময়ের এক ঘণ্টা পরে এবং দ্বিতীয় শাখায় দেড় ঘণ্টা পরে পরীক্ষা শুরু করা হয়।

অভিভাবকরা বলেন, শিক্ষকদের কর্মবিরতি শিক্ষার্থীদের পরীক্ষায় বড় ধরনের ক্ষতি করছে। তাদের দাবি-দাওয়া থাকলেও তা শিক্ষার্থীদের ভবিষ্যতের ওপর প্রভাব ফেলতে পারে—এ ধরনের আন্দোলন কাম্য নয়।

সদর থানার ওসি মাহমুদুর রহমান জানান, প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং কিছু বিলম্বে পরীক্ষা শুরু হয়।

স্কুলের প্রধান শিক্ষক জুন কক্স বলেন, কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী পরীক্ষা নেওয়া বাধ্যতামূলক। সহকারী শিক্ষকরা সহযোগিতা না করলে অভিভাবকদের সহায়তা নিয়ে পরীক্ষার ব্যবস্থা করা হবে। পরীক্ষায় অনুপস্থিত শিক্ষার্থীদের বিষয়ে সিদ্ধান্ত নিয়ে পরে ব্যবস্থা নেওয়া হবে।

জেলা প্রশাসক সুলতানা আক্তার বলেন, শিশুদের ক্ষতি হয় এমন আন্দোলন গ্রহণযোগ্য নয়। যারা দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন, তাদের বিরুদ্ধে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।