ঢাকা ০৯:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

শিক্ষকদের আন্দোলনে একাত্মতা জানাতে শহীদ মিনারে যাচ্ছে বিএনপি

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১১:২৫:০২ পূর্বাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫
  • / 117

বিএনপি

এমপিও শিক্ষক ও কর্মচারীদের চলমান আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করতে বিএনপির প্রতিনিধি দল কেন্দ্রীয় শহীদ মিনারে যাচ্ছে। দলের যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীর নেতৃত্বে অন্যান্য নেতারা উপস্থিত থাকবেন।

দলীয় সূত্রে জানা যায়, বিএনপি নেতারা আজ সকাল সাড়ে ১১টায় শহীদ মিনারে পৌঁছানোর কথা রয়েছে।

এর আগে আন্দোলনরত শিক্ষক প্রতিনিধিরা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেছেন। গতকাল গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী জানান, বিএনপি মহাসচিব বলেছেন, তাঁর দল ক্ষমতায় এলে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণসহ শিক্ষকদের দীর্ঘদিনের দাবি বাস্তবায়ন করা হবে।

উল্লেখ্য, মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাড়া, ১,৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং ৭৫ শতাংশ উৎসব ভাতার তিন দফা দাবিতে এক সপ্তাহের বেশি সময় ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন এমপিওভুক্ত শিক্ষকরা। এই আন্দোলনে বিভিন্ন রাজনৈতিক দলও একাত্মতা জানিয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

শিক্ষকদের আন্দোলনে একাত্মতা জানাতে শহীদ মিনারে যাচ্ছে বিএনপি

সর্বশেষ আপডেট ১১:২৫:০২ পূর্বাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫

এমপিও শিক্ষক ও কর্মচারীদের চলমান আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করতে বিএনপির প্রতিনিধি দল কেন্দ্রীয় শহীদ মিনারে যাচ্ছে। দলের যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীর নেতৃত্বে অন্যান্য নেতারা উপস্থিত থাকবেন।

দলীয় সূত্রে জানা যায়, বিএনপি নেতারা আজ সকাল সাড়ে ১১টায় শহীদ মিনারে পৌঁছানোর কথা রয়েছে।

এর আগে আন্দোলনরত শিক্ষক প্রতিনিধিরা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেছেন। গতকাল গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী জানান, বিএনপি মহাসচিব বলেছেন, তাঁর দল ক্ষমতায় এলে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণসহ শিক্ষকদের দীর্ঘদিনের দাবি বাস্তবায়ন করা হবে।

উল্লেখ্য, মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাড়া, ১,৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং ৭৫ শতাংশ উৎসব ভাতার তিন দফা দাবিতে এক সপ্তাহের বেশি সময় ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন এমপিওভুক্ত শিক্ষকরা। এই আন্দোলনে বিভিন্ন রাজনৈতিক দলও একাত্মতা জানিয়েছে।