শাহরুখের কন্যা সুহানা কান্নায় ভেঙে পড়লেন
- সর্বশেষ আপডেট ০৮:২৫:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬
- / 72
বলিউড সুপারস্টার শাহরুখ খানের কন্যা সুহানা খান সম্প্রতি নিজের অভিনয়-জীবন ও ব্যক্তিগত অভিজ্ঞতা নিয়ে খোলামেলা কথা বলেছেন। জোয়া আখতারের পরিচালনায় নেটফ্লিক্স ছবি ‘দ্য আর্চিস’ দিয়ে বড় পর্দায় অভিষেক হলেও শুরুতে তিনি কখনোই অভিনয়কে পেশা হিসেবে ভাবেননি।
সুহানা হার্পারস বাজার ইন্ডিয়ার সঙ্গে এক সাক্ষাৎকারে জানিয়েছেন, স্কুলে পড়ার সময় এক নাটকের অডিশনে অংশ নিতে পারেননি। সে সময় তিনি একা ঘরে বসে কান্নায় ভেঙে পড়েছিলেন। সেই ঘটনা তাঁকে বুঝিয়ে দেয়, অভিনয় তাঁর জীবনে কতটা গুরুত্বপূর্ণ। তিনি বলেন, “সেই মুহূর্তেই আমি বুঝতে পেরেছিলাম, মঞ্চে থাকা আর চরিত্রে নিজেকে দেওয়া কতটা আবেগের বিষয়। আমি চাই সেই অনুভূতিটিই জীবনের অংশ হোক।”
শুরুর দিকে মঞ্চে ওঠা সুহানার জন্য অস্বস্তিকর ছিল। তিনি নিজেকে অদ্ভুত মনে করতেন। তবে বোর্ডিং স্কুলে পড়ার সময় ধীরে ধীরে আত্মবিশ্বাস অর্জন করেন। নাটকের অডিশনে মূল চরিত্র না পেয়ে কোরাসে থাকাটাও তাকে গভীরভাবে প্রভাবিত করে। “প্রত্যাখ্যানটি আমাকে আরও দৃঢ় করে। আমি অনুভব করলাম, চরিত্রগুলোই আমাকে টানে, মঞ্চে থাকা রোমাঞ্চই আমাকে আকর্ষণ করে,” বলেন সুহানা।
সুহানা অভিনয়ের প্রতি দায়বদ্ধতা ও আবেগের বিষয়ে বলেন, কৌতূহল, লক্ষ্য এবং প্যাশন—এই তিনটি মিলিয়ে তাকে এগিয়ে যেতে সহায়তা করে। তিনি মনে করেন, একটি চরিত্রে সফল হতে হলে কেবল দক্ষতা নয়, গভীর আবেগও অপরিহার্য।
নিজের ব্যক্তিগত জীবনে সুহানা বাবা শাহরুখ খান ও মা গৌরি খানের প্রভাবকে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করেন। বড় সিদ্ধান্ত নেয়ার সময় তাঁরা সর্বদা পরামর্শ দেন। সুহানা বলেন, “শাহরুখ পিতার দার্শনিক পরামর্শ এবং গৌরি মায়ের বাস্তবমুখী দিক—এই দুইয়ের মধ্যে আমি ভারসাম্য খুঁজে পাই।”
সুহানা খান অভিনয়ের মাধ্যমে নিজেকে প্রকাশ করতে চায়, আর সে যাত্রায় তার প্রথম ধাপ ছিল ‘দ্য আর্চিস’। এবার তিনি বাবা শাহরুখ খানের সঙ্গে ‘কিং’ ছবিতে বড় পর্দায় দেখা যাবে। স্কুলের অস্বস্তিকর মুহূর্ত থেকে পেশাদার অভিনেত্রী হিসেবে যাত্রা—সুহানার গল্প প্রমাণ করে, আবেগ ও প্যাশনের সংমিশ্রণই সাফল্যের চাবিকাঠি।



































