আহত শাহরুখ খান, নেয়া হচ্ছে আমেরিকায়
- সর্বশেষ আপডেট ০৩:৪৬:১৫ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫
- / 419
বলিউড বাদশাহ শাহরুখ খান দুর্ঘটনায় আহত হয়েছেন। তাকে চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হচ্ছে।
অভিনেতার আসন্ন সিনেমা ‘কিং’ এর শুটিং করতে গিয়ে আহত হয়েছেন। এই সিনেমার অ্যাকশন দৃশ্য ধারণের সময় মুম্বাইয়ের গোল্ডেন টোব্যাকো স্টুডিওতে দুর্ঘটনায় পড়েন তিনি। এতে তার শরীরে মাংসপেশির আঘাত লাগে। চিকিৎসকদের পরামর্শে অন্তত এক মাসের জন্য কাজ থেকে বিরত থাকছেন এই সুপারস্টার।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, অভিনেতার আঘাত গুরুতর নয়, তবে দ্রুত চিকিৎসা প্রয়োজন ছিল। শাহরুখ আগেও স্টান্ট করতে গিয়ে একাধিকবার পেশিতে চোট পেয়েছেন। এবারের আঘাতও সেরকমই মাংসপেশিতে লাগে। সে কারণেই বর্তমানে চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন অভিনেতা।
সেপ্টেম্বর বা অক্টোবর থেকে আবার ‘কিং’ সিনেমার শুটিং শুরু হতে পারে বলে জানানো হয়েছে। পুরোপুরি সুস্থ হয়েই ফের শুটিং শুরু করবেন শাহরুখ খান।
প্রসঙ্গত, সিদ্ধার্থ আনন্দ পরিচালিত বহুল প্রতীক্ষিত সিনেমা কিং। এই সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে শাহরুখের মেয়ে সুহানা খানের। সিনেমাটিতে শাহরুখ খানের পাশাপাশি থাকছেন দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, রানি মুখার্জি, অনিল কাপুর, জয়দীপ আহলাওয়াত, রাঘব জুয়াল, জ্যাকি শ্রফ, সৌরভ শুক্লা, অর্জুন রামপাল, আবু হামজা এবং আরশাদ ওয়ারসি প্রমুখ।
সিনেমাটির বাজেট প্রায় ২০০ কোটি। অ্যাকশন থ্রিলার সিনেমা, যেখানে তিনি এক ডনের চরিত্রে অভিনয় করছেন। গল্পে তাঁর মেয়ে (সুহানা খান) অপরাধ জগতে টিকে থাকার কৌশল শিখছে বাবার কাছ থেকে। ছবিতে ভিলেন হিসেবে থাকবেন অভিষেক বচ্চন। ছবিতে থাকবে একাধিক তারকা ও শক্তিশালী অ্যাকশন দৃশ্য। শুটিং ইতোমধ্যে শুরু হয়েছে এবং মুক্তির সম্ভাব্য তারিখ অক্টোবর ২০২৬। এটি শাহরুখ ও সুহানার প্রথম বড়পর্দার কাজ, যা একটি পারিবারিক সংযোগ ও থ্রিলার ঘরানার মিশ্রণ।



































