ঢাকা ০৩:০৪ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

শাহবাগ থানায় তিন ঘণ্টায় ৩ অজ্ঞাত লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৪:৫২:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫
  • / 262

শাহবাগ থানায় তিন ঘণ্টায় ৩ অজ্ঞাত লাশ উদ্ধার

রাজধানীর শাহবাগ থানা এলাকায় তিন ঘণ্টার ব্যবধানে তিনটি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাত সাড়ে ৯টা থেকে রাত ১২টার মধ্যে জাতীয় ঈদগাহ মাঠ, কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে ফুটপাত ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ এলাকা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। মৃতদের মধ্যে একজন নারী ও দুইজন পুরুষ রয়েছেন, তবে এখনো কারো পরিচয় শনাক্ত করা যায়নি।

শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. ইকরামুল হক জানান, “রাত ৯টা থেকে ১২টার মধ্যে তিনটি ভিন্ন স্থানে অজ্ঞাত তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।”

প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, প্রথমে রাত সাড়ে ৯টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে আইল্যান্ডে প্রায় ৫৫ বছর বয়সী এক নারীকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এরপর রাত ১০টার দিকে জাতীয় ঈদগাহ মাঠ এলাকার ফুটপাত থেকে প্রায় ৪০ বছর বয়সী এক পুরুষকে অচেতন অবস্থায় উদ্ধার করে পুলিশ। তাকেও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সবশেষে রাত ১২টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারের পাশের ফুটপাত থেকে আরেকজন আনুমানিক ৪০ বছর বয়সী পুরুষকে উদ্ধার করা হয়। তাকে একইভাবে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশ জানিয়েছে, তিনটি ঘটনার মধ্যে কোনো সম্পর্ক আছে কি না তা এখনো নিশ্চিত নয়। প্রতিটি ঘটনার কারণ উদঘাটনে তদন্ত চলছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

শাহবাগ থানায় তিন ঘণ্টায় ৩ অজ্ঞাত লাশ উদ্ধার

সর্বশেষ আপডেট ০৪:৫২:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫

রাজধানীর শাহবাগ থানা এলাকায় তিন ঘণ্টার ব্যবধানে তিনটি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাত সাড়ে ৯টা থেকে রাত ১২টার মধ্যে জাতীয় ঈদগাহ মাঠ, কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে ফুটপাত ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ এলাকা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। মৃতদের মধ্যে একজন নারী ও দুইজন পুরুষ রয়েছেন, তবে এখনো কারো পরিচয় শনাক্ত করা যায়নি।

শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. ইকরামুল হক জানান, “রাত ৯টা থেকে ১২টার মধ্যে তিনটি ভিন্ন স্থানে অজ্ঞাত তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।”

প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, প্রথমে রাত সাড়ে ৯টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে আইল্যান্ডে প্রায় ৫৫ বছর বয়সী এক নারীকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এরপর রাত ১০টার দিকে জাতীয় ঈদগাহ মাঠ এলাকার ফুটপাত থেকে প্রায় ৪০ বছর বয়সী এক পুরুষকে অচেতন অবস্থায় উদ্ধার করে পুলিশ। তাকেও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সবশেষে রাত ১২টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারের পাশের ফুটপাত থেকে আরেকজন আনুমানিক ৪০ বছর বয়সী পুরুষকে উদ্ধার করা হয়। তাকে একইভাবে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশ জানিয়েছে, তিনটি ঘটনার মধ্যে কোনো সম্পর্ক আছে কি না তা এখনো নিশ্চিত নয়। প্রতিটি ঘটনার কারণ উদঘাটনে তদন্ত চলছে।