ঢাকা ০৩:০৫ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

শাহবাগ অবরোধে উত্তেজনা, পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৭:৫৭:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫
  • / 206

শাহবাগ অবরোধে উত্তেজনা, পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি

জুলাই সনদ ও ঘোষণাকে আইনি স্বীকৃতি দেওয়ার দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে অবরোধ কর্মসূচি পালন করেছেন আন্দোলনকারীরা। বৃহস্পতিবার (৩১ জুলাই) সকাল ১০টা থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে অংশ নেন ২০২৪ সালের জুলাই মাসের গণঅভ্যুত্থানে আহত ব্যক্তিরা এবং নিহতদের পরিবারের সদস্যরা।

আন্দোলনকারীদের প্রধান দাবি, ‘জুলাই সনদ’ ও ‘জুলাই ঘোষণাপত্র’কে সাংবিধানিক এবং আইনগত স্বীকৃতি দিতে হবে। দাবি আদায়ের লক্ষ্যে তারা সড়কে অবস্থান নিলে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং আশপাশে ব্যাপক যানজট তৈরি হয়।

বিকেল সাড়ে ৫টার দিকে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে যখন পুলিশ ব্যারিকেড সরিয়ে নিতে উদ্যোগ নেয়। তখন আন্দোলনকারীরা বাধা দিলে উভয় পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি ও বাগবিতণ্ডার ঘটনা ঘটে।

চট্টগ্রাম থেকে অংশ নিতে আসা মো. মিজান নামে এক আন্দোলনকারী জানান, “আমরা শান্তিপূর্ণভাবে অবরোধে বসেছিলাম। কিন্তু পুলিশ আমাদের ঘিরে রাখা ব্যারিকেড সরিয়ে দিতে চেষ্টা করে এবং নিয়ে যায়। আমাদের কর্মসূচি বন্ধ করতে বলে, তখন আমরা প্রতিবাদ জানাই।”

শাহবাগ অবরোধে জুলাই যোদ্ধারা
শাহবাগ অবরোধে জুলাই যোদ্ধারা

ঘটনাস্থলে থাকা পুলিশের একজন কর্মকর্তা বলেন, “আমরা শুধু ব্যারিকেড সরিয়েছি, কোনো লাঠিচার্জ বা বলপ্রয়োগ করা হয়নি। কিন্তু তারা ব্যারিকেড সরানোকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি করে।”

আন্দোলনকারীরা জানিয়েছেন, তাদের দাবির বিষয়ে সুস্পষ্ট ঘোষণা না পাওয়া পর্যন্ত তারা শাহবাগ মোড় ছাড়বেন না। শাহবাগে এখনো বিক্ষোভকারীদের অবস্থান চলছে, পরিস্থিতি থমথমে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

শাহবাগ অবরোধে উত্তেজনা, পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি

সর্বশেষ আপডেট ০৭:৫৭:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫

জুলাই সনদ ও ঘোষণাকে আইনি স্বীকৃতি দেওয়ার দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে অবরোধ কর্মসূচি পালন করেছেন আন্দোলনকারীরা। বৃহস্পতিবার (৩১ জুলাই) সকাল ১০টা থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে অংশ নেন ২০২৪ সালের জুলাই মাসের গণঅভ্যুত্থানে আহত ব্যক্তিরা এবং নিহতদের পরিবারের সদস্যরা।

আন্দোলনকারীদের প্রধান দাবি, ‘জুলাই সনদ’ ও ‘জুলাই ঘোষণাপত্র’কে সাংবিধানিক এবং আইনগত স্বীকৃতি দিতে হবে। দাবি আদায়ের লক্ষ্যে তারা সড়কে অবস্থান নিলে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং আশপাশে ব্যাপক যানজট তৈরি হয়।

বিকেল সাড়ে ৫টার দিকে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে যখন পুলিশ ব্যারিকেড সরিয়ে নিতে উদ্যোগ নেয়। তখন আন্দোলনকারীরা বাধা দিলে উভয় পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি ও বাগবিতণ্ডার ঘটনা ঘটে।

চট্টগ্রাম থেকে অংশ নিতে আসা মো. মিজান নামে এক আন্দোলনকারী জানান, “আমরা শান্তিপূর্ণভাবে অবরোধে বসেছিলাম। কিন্তু পুলিশ আমাদের ঘিরে রাখা ব্যারিকেড সরিয়ে দিতে চেষ্টা করে এবং নিয়ে যায়। আমাদের কর্মসূচি বন্ধ করতে বলে, তখন আমরা প্রতিবাদ জানাই।”

শাহবাগ অবরোধে জুলাই যোদ্ধারা
শাহবাগ অবরোধে জুলাই যোদ্ধারা

ঘটনাস্থলে থাকা পুলিশের একজন কর্মকর্তা বলেন, “আমরা শুধু ব্যারিকেড সরিয়েছি, কোনো লাঠিচার্জ বা বলপ্রয়োগ করা হয়নি। কিন্তু তারা ব্যারিকেড সরানোকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি করে।”

আন্দোলনকারীরা জানিয়েছেন, তাদের দাবির বিষয়ে সুস্পষ্ট ঘোষণা না পাওয়া পর্যন্ত তারা শাহবাগ মোড় ছাড়বেন না। শাহবাগে এখনো বিক্ষোভকারীদের অবস্থান চলছে, পরিস্থিতি থমথমে।