ঢাকা ০৪:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

শাহবাগে বুয়েট শিক্ষার্থীদের অবরোধ

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৪:১৭:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫
  • / 134

শাহবাগে বুয়েট শিক্ষার্থীদের অবরোধ

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) প্রাক্তন শিক্ষার্থী প্রকৌশলী রোকনুজ্জামান রোকন হত্যার হুমকির ঘটনায় এবং তিনটি দাবির সমর্থনে রাজধানীর শাহবাগ মোড়ে সড়ক অবরোধ করেছে বুয়েটের শিক্ষার্থীরা। মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেল ৩টা ৪৫ মিনিটের দিকে এ কর্মসূচি শুরু হয়। ফলে শাহবাগ হয়ে চলাচলকারী যানবাহন বন্ধ হয়ে যায়।

শিক্ষার্থীরা জানান, ‘ব্লকেড অফ ইঞ্জিনিয়ার্স’ শীর্ষক কর্মসূচির অংশ হিসেবেই এ অবরোধ করা হয়েছে। এর আগে ফেসবুকে বিজ্ঞপ্তি প্রকাশ করে প্রকৌশলী রোকনের নিরাপত্তা নিশ্চিতকরণসহ তিন দফা দাবি তুলে ধরা হয়।

আবরার ফাহাদের ছোট ভাই আবরার ফাইয়াজ সামাজিক যোগাযোগমাধ্যমে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে লিখেন, রাজধানীসহ দেশের বিভিন্ন প্রকৌশল অনুষদের শিক্ষার্থীদের বিকেল ৩টায় শাহবাগের কর্মসূচিতে যোগ দিতে অনুরোধ করছি। তিনি আরও বলেন, “এই আন্দোলন প্রকৌশলীদের নিরাপত্তা এবং দেশের প্রকৌশল খাত সংস্কারের জন্য। গত ছয় মাস ধরে শান্তিপূর্ণভাবে বিষয়টি জানালেও সরকারের পক্ষ থেকে কোনো পদক্ষেপ দেখা যায়নি।”

বিজ্ঞপ্তিতে অভিযোগ করা হয়, সোমবার (২৫ আগস্ট) দিনাজপুরে নেসকো কার্যালয়ে ডিপ্লোমাধারীরা রোকনুজ্জামান রোকনকে (ইইই-১৭ ব্যাচ, বুয়েট) ডেকে নিয়ে গলা কেটে হত্যার হুমকি দেয়। এ ঘটনার প্রতিবাদে দেশব্যাপী প্রকৌশলীরা ঐক্যবদ্ধ হয়ে কর্মসূচি শুরু করেছেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

শাহবাগে বুয়েট শিক্ষার্থীদের অবরোধ

সর্বশেষ আপডেট ০৪:১৭:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) প্রাক্তন শিক্ষার্থী প্রকৌশলী রোকনুজ্জামান রোকন হত্যার হুমকির ঘটনায় এবং তিনটি দাবির সমর্থনে রাজধানীর শাহবাগ মোড়ে সড়ক অবরোধ করেছে বুয়েটের শিক্ষার্থীরা। মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেল ৩টা ৪৫ মিনিটের দিকে এ কর্মসূচি শুরু হয়। ফলে শাহবাগ হয়ে চলাচলকারী যানবাহন বন্ধ হয়ে যায়।

শিক্ষার্থীরা জানান, ‘ব্লকেড অফ ইঞ্জিনিয়ার্স’ শীর্ষক কর্মসূচির অংশ হিসেবেই এ অবরোধ করা হয়েছে। এর আগে ফেসবুকে বিজ্ঞপ্তি প্রকাশ করে প্রকৌশলী রোকনের নিরাপত্তা নিশ্চিতকরণসহ তিন দফা দাবি তুলে ধরা হয়।

আবরার ফাহাদের ছোট ভাই আবরার ফাইয়াজ সামাজিক যোগাযোগমাধ্যমে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে লিখেন, রাজধানীসহ দেশের বিভিন্ন প্রকৌশল অনুষদের শিক্ষার্থীদের বিকেল ৩টায় শাহবাগের কর্মসূচিতে যোগ দিতে অনুরোধ করছি। তিনি আরও বলেন, “এই আন্দোলন প্রকৌশলীদের নিরাপত্তা এবং দেশের প্রকৌশল খাত সংস্কারের জন্য। গত ছয় মাস ধরে শান্তিপূর্ণভাবে বিষয়টি জানালেও সরকারের পক্ষ থেকে কোনো পদক্ষেপ দেখা যায়নি।”

বিজ্ঞপ্তিতে অভিযোগ করা হয়, সোমবার (২৫ আগস্ট) দিনাজপুরে নেসকো কার্যালয়ে ডিপ্লোমাধারীরা রোকনুজ্জামান রোকনকে (ইইই-১৭ ব্যাচ, বুয়েট) ডেকে নিয়ে গলা কেটে হত্যার হুমকি দেয়। এ ঘটনার প্রতিবাদে দেশব্যাপী প্রকৌশলীরা ঐক্যবদ্ধ হয়ে কর্মসূচি শুরু করেছেন।