শাহবাগে আবারও সমাবেশ করছেন চাকরি প্রত্যাশীরা
- সর্বশেষ আপডেট ০১:২০:৪৮ অপরাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪
- / 264
সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে শাহবাগে সমাবেশে অংশ নিয়েছেন চাকরি প্রত্যাশীরা। বুধবার (৩০ অক্টোবর) সকালে জাতীয় জাদুঘরের সামনে এ সমাবেশ শুরু হয়।
আন্দোলনকারীরা জানিয়েছেন, দাবি পূরণে প্রজ্ঞাপন জারি না হলে কঠোর কর্মসূচি ঘোষণার পরিকল্পনা রয়েছে। সমাবেশকে ঘিরে শাহবাগ এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় বিপুল পরিমাণে নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে।
সম্প্রতি, সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা নির্ধারণে একটি অধ্যাদেশের খসড়ায় নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ, যেখানে সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর নির্ধারণ করা হয়েছে। গত ২৪ অক্টোবর মন্ত্রিপরিষদ বিভাগের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, উপদেষ্টা পরিষদের বৈঠকে আলোচনার মাধ্যমে এ অধ্যাদেশটি অনুমোদিত হয়েছে। বাংলাদেশ সিভিল সার্ভিস ও সিভিল সার্ভিসের আওতাবহির্ভূত সব সরকারি চাকরিতে সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর হবে।
‘স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত সংস্থাগুলোর ক্ষেত্রে নিয়োগ বিধিমালা অনুসরণ করা হবে। প্রতিরক্ষা বিভাগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়োগ বিধিমালাও বিদ্যমান থাকবে।’
মন্ত্রিপরিষদ বিভাগ আরও জানিয়েছে, এ অধ্যাদেশের আলোকে জনপ্রশাসন মন্ত্রণালয় ‘সরকারি চাকরি আইন, ২০১৮’-এর অধীনে ‘বাংলাদেশ সিভিল সার্ভিস (বয়স, যোগ্যতা ও নিয়োগের পরীক্ষা) বিধিমালা, ২০১৪’ সংশোধন করে প্রার্থীদের সর্বোচ্চ ৩ বার পরীক্ষায় অংশগ্রহণের বিধান সংযোজন করবে।
































