বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ আগুন, উড়োজাহাজ ওঠানামা স্থগিত
- সর্বশেষ আপডেট ০৩:১৭:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫
- / 77
কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সব ধরনের উড়োজাহাজ ওঠানামা সাময়িকভাবে স্থগিত ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
দুপুর ২টা ৩০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ভিলেজের একটি অংশে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ২৮টি ইউনিট কাজ করছে।
আগুন নিয়ন্ত্রণে বাংলাদেশ সিভিল এ্যাভিয়েশনসহ ফায়ার সার্ভিস এবং বাংলাদেশ বিমানবাহিনীর দুটি ফায়ার ইউনিট কাজ করছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর। নৌবাহিনীও আগুন নিয়ন্ত্রণে আনতে যোগ দিয়েছে বলে আইএসপিআর জানিয়েছে। এছাড়া দুই প্লাটুন বিজিবিও আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান, দুপুর ২টা ৩০ মিনিটে আগুন লাগার খবর আসে। চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে। আরও ৯টি ইউনিট রওনা দিয়েছে। আগুন লাগার কারণ জানা যায়নি। এখনও হতাহত কোনো খবর পাওয়া যায়নি।
নির্বাহী পরিচালক এস এম রাগিব সামাদ জানান, আগুন নিয়ন্ত্রণে বিমান বন্দরের ফায়ার সার্ভিস, বিমান বাহিনীও কাজ করছে।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র মো. মাসুদুল হাসান মাসুদ জানান, কার্গো ভিলেজের পাশের একটি এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস, বাংলাদেশ বিমানবাহিনী এবং বিমানবন্দরের দায়িত্বপ্রাপ্ত অন্য কর্মকর্তারা আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন।
বেবিচকের সহকারী পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ কাউছার মাহমুদ জানান, ২টা ১৫ মিনিটে বিমানবন্দরের কার্গো এলাকায় হঠাৎ আগুন লাগে। ঘটনার পরপরই বিমানবন্দর ফায়ার সেকশন, বিমানবাহিনীর ফায়ার ইউনিট এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থা ঘটনাস্থলে পৌছে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।
তিনি বলেন, আগুন নিয়ন্ত্রনে আসেনি। কাজ চলছে। তবে বিমান চলাচল স্বাভাবিক রয়েছে।





































