শাহজালালে ফ্লাইট চলাচল বন্ধ
- সর্বশেষ আপডেট ১১:১০:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬
- / 44
তীব্র কুয়াশার চাদরে ঢাকা পড়েছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। রানওয়ের দৃশ্যমানতা (ভিজিবিলিটি) শূন্যের কোঠায় নেমে আসায় ভোররাত থেকে সব ধরনের ফ্লাইট ওঠানামা বন্ধ রয়েছে। এর ফলে বিমানবন্দরে আটকা পড়েছেন কয়েক হাজার দেশি-বিদেশি যাত্রী। দীর্ঘ কয়েক ঘণ্টা অপেক্ষা করেও উড্ডয়নের অনুমতি না মেলায় বাড়ছে সাধারণ মানুষের চরম ভোগান্তি।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, প্রতিকূল আবহাওয়ার কারণে গত কয়েকদিনে বেশ কিছু আন্তর্জাতিক ফ্লাইট নির্ধারিত গন্তব্যে নামতে না পেরে কলকাতা, চট্টগ্রাম ও সিলেটে অবতরণ করতে বাধ্য হয়েছে। বর্তমানে বিমানবন্দরের ইন্সট্রুমেন্ট ল্যান্ডিং সিস্টেম (ILS) ক্যাটাগরি-২ থেকে ১-এ নেমে আসায় পরিস্থিতি আরও জটিল হয়েছে।
এভিয়েশন বিশেষজ্ঞদের মতে, অতি দ্রুত আইএলএস ক্যাটাগরির উন্নয়ন করা না গেলে কুয়াশাচ্ছন্ন মৌসুমে যাত্রী ভোগান্তি আরও প্রকট আকার ধারণ করতে পারে।
































