ঢাকা ০৯:৫১ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

শাহজালালে অগ্নিকাণ্ড, তদন্তে ৭ সদস্যের কমিটি

বিশেষ প্রতিনিধি
  • সর্বশেষ আপডেট ০৯:১৩:৩১ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫
  • / 115

শাহজালাল বিমানবন্দর। ছবি: সংগৃহীত

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো টার্মিনালে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে একটি ৭ সদস্যের কমিটি গঠন করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। কমিটিকে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

শনিবার (১৮ অক্টোবর) রাতে বিমানের পরিচালক (প্রশাসন ও মানবসম্পদ, অতিরিক্ত দায়িত্ব) মো. নওসাদ হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে এই কমিটি গঠন করা হয়।

জারি করা অফিস আদেশ নম্বর ৮১/২০২৫ অনুযায়ী, কর্তৃপক্ষের অনুমোদনক্রমে গঠিত এ কমিটি অগ্নিকাণ্ডের কারণ, ক্ষয়ক্ষতি এবং দায়-দায়িত্ব নির্ধারণের পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে করণীয় বিষয়ে সুপারিশ প্রদান করবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিমানের চীফ (ফ্লাইট সেফটি) কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। এছাড়া বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিনিধি, মহাব্যবস্থাপক (কর্পোরেট সেফটি অ্যান্ড কোয়ালিটি), চিফ ইঞ্জিনিয়ার (কোয়ালিটি অ্যাস্যুরেন্স), উপ-মহাব্যবস্থাপক (সিকিউরিটি), উপ-মহাব্যবস্থাপক (কার্গো–রপ্তানি) এবং উপ-ব্যবস্থাপক (ইনস্যুরেন্স) সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। এর মধ্যে উপ-ব্যবস্থাপক (ইনস্যুরেন্স) কমিটির সদস্য সচিবের দায়িত্বে থাকবেন।

কমিটিকে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন ব্যবস্থাপনা পরিচালক ও সিইও বরাবর জমা দিতেও নির্দেশ দেওয়া হয়েছে, বিজ্ঞপ্তিতে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

শাহজালালে অগ্নিকাণ্ড, তদন্তে ৭ সদস্যের কমিটি

সর্বশেষ আপডেট ০৯:১৩:৩১ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো টার্মিনালে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে একটি ৭ সদস্যের কমিটি গঠন করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। কমিটিকে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

শনিবার (১৮ অক্টোবর) রাতে বিমানের পরিচালক (প্রশাসন ও মানবসম্পদ, অতিরিক্ত দায়িত্ব) মো. নওসাদ হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে এই কমিটি গঠন করা হয়।

জারি করা অফিস আদেশ নম্বর ৮১/২০২৫ অনুযায়ী, কর্তৃপক্ষের অনুমোদনক্রমে গঠিত এ কমিটি অগ্নিকাণ্ডের কারণ, ক্ষয়ক্ষতি এবং দায়-দায়িত্ব নির্ধারণের পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে করণীয় বিষয়ে সুপারিশ প্রদান করবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিমানের চীফ (ফ্লাইট সেফটি) কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। এছাড়া বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিনিধি, মহাব্যবস্থাপক (কর্পোরেট সেফটি অ্যান্ড কোয়ালিটি), চিফ ইঞ্জিনিয়ার (কোয়ালিটি অ্যাস্যুরেন্স), উপ-মহাব্যবস্থাপক (সিকিউরিটি), উপ-মহাব্যবস্থাপক (কার্গো–রপ্তানি) এবং উপ-ব্যবস্থাপক (ইনস্যুরেন্স) সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। এর মধ্যে উপ-ব্যবস্থাপক (ইনস্যুরেন্স) কমিটির সদস্য সচিবের দায়িত্বে থাকবেন।

কমিটিকে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন ব্যবস্থাপনা পরিচালক ও সিইও বরাবর জমা দিতেও নির্দেশ দেওয়া হয়েছে, বিজ্ঞপ্তিতে।