ঢাকা ০৯:৫১ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

শাপলা নিয়ে সিদ্ধান্ত নেবে কমিশন

নিজস্ব প্রতিবদেক
  • সর্বশেষ আপডেট ১০:৪৬:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫
  • / 85

শাপলা ও নির্বাচন কমিশন

জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) নির্বাচন পরিচালনা বিধিমালা থেকে প্রতীক বাছাই করতে নির্বাচন কমিশন (ইসি) অপশন দিয়েছে ৫০টি মার্কা। তারা জবাব দিলে কমিশন সভায় দলটির প্রতীক নিয়ে সিদ্ধান্ত হবে। বৃহস্পতিবার নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ এমন মন্তব্য করেন।

এর আগে ‘এনসিপি যদি শাপলা প্রতীক পায়, তাহলে এ নিয়ে কোনো মামলা করব না’-নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার এমন মন্তব্যের পর দলটি দাবি করে শাপলা প্রতীক পেতে আর কোনো আইনি এবং রাজনৈতিক বাঁধাই অবশিষ্ট রইলো না।

বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে নির্বাচন কমিশনার রহমানেল মাছউদ বলেন, দলটির প্রতীক নিয়ে কমিশন সিদ্ধান্ত নেবে। এক্ষেত্রে কে কী বললেন, সেটা নয়। কমিশন যেটা বিবেচনা করবে সেটাই হবে।

এসসিপি শাপলা, লাল শাপলা বা সাদা শাপলা চেয়ে আবেদন করেছে। তবে তা প্রতীকের বিধিমালায় না থাকার কারণে বরাদ্দ না দেওয়ার সিদ্ধান্ত নেয় সংস্থাটি। একই সঙ্গে যেসব প্রতীক অবশিষ্ট আছে তেমন ৫০টি প্রতীক থেকে নিজেদের মার্কা বাছাই করার জন্য চিঠি দেয় ইসি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

শাপলা নিয়ে সিদ্ধান্ত নেবে কমিশন

সর্বশেষ আপডেট ১০:৪৬:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫

জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) নির্বাচন পরিচালনা বিধিমালা থেকে প্রতীক বাছাই করতে নির্বাচন কমিশন (ইসি) অপশন দিয়েছে ৫০টি মার্কা। তারা জবাব দিলে কমিশন সভায় দলটির প্রতীক নিয়ে সিদ্ধান্ত হবে। বৃহস্পতিবার নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ এমন মন্তব্য করেন।

এর আগে ‘এনসিপি যদি শাপলা প্রতীক পায়, তাহলে এ নিয়ে কোনো মামলা করব না’-নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার এমন মন্তব্যের পর দলটি দাবি করে শাপলা প্রতীক পেতে আর কোনো আইনি এবং রাজনৈতিক বাঁধাই অবশিষ্ট রইলো না।

বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে নির্বাচন কমিশনার রহমানেল মাছউদ বলেন, দলটির প্রতীক নিয়ে কমিশন সিদ্ধান্ত নেবে। এক্ষেত্রে কে কী বললেন, সেটা নয়। কমিশন যেটা বিবেচনা করবে সেটাই হবে।

এসসিপি শাপলা, লাল শাপলা বা সাদা শাপলা চেয়ে আবেদন করেছে। তবে তা প্রতীকের বিধিমালায় না থাকার কারণে বরাদ্দ না দেওয়ার সিদ্ধান্ত নেয় সংস্থাটি। একই সঙ্গে যেসব প্রতীক অবশিষ্ট আছে তেমন ৫০টি প্রতীক থেকে নিজেদের মার্কা বাছাই করার জন্য চিঠি দেয় ইসি।