শাপলা দেখতে গিয়ে নৌকাডুবি, দুই বন্ধুর মৃত্যু
- সর্বশেষ আপডেট ০১:৩৩:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১ অগাস্ট ২০২৫
- / 145
গাজীপুরের কাপাসিয়ায় শাপলা ফুল দেখতে গিয়ে নৌকাডুবিতে প্রাণ হারিয়েছেন দুই বন্ধু। শুক্রবার (১ আগস্ট) সকাল ৮টার দিকে কাপাসিয়া উপজেলার টোক ইউনিয়নের পাঁচুয়া বিলে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন মাহিম (২১), শ্রীপুর উপজেলার টেপিরবাড়ী গ্রামের নুরে আলমের ছেলে, ও বায়েজীদ (২০), ময়মনসিংহের ভালুকা উপজেলার জামিরদিয়া গ্রামের ফরহাদ উদ্দিনের ছেলে।
পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, মাহিম, বায়েজীদসহ পাঁচ বন্ধু শাপলার ছবি তুলতে সকালে পাঁচুয়া বিলে ঘুরতে আসেন। একটি ছোট নৌকা ভাড়া করে তারা বিলের ভিতরে প্রবেশ করেন। ছবি তোলার সময় ভারসাম্য হারিয়ে নৌকাটি ডুবে যায়। এ সময় মাঝিসহ সবাই পানিতে পড়ে যান। স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে উদ্ধার কার্যক্রম চালান। ঘটনাস্থলেই মারা যান বায়েজীদ। গুরুতর আহত মাহিমকে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কাপাসিয়া ফায়ার সার্ভিসের স্টেশন লিডার সাবেদ আলী জানান, ছোট নৌকায় ধারণক্ষমতার অতিরিক্ত লোক ওঠায় এটি উল্টে যায়।
কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মো. হাবিবুর রহমান বলেন, “মাহিমকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।”
এ বিষয়ে কাপাসিয়া থানার ওসি মোহাম্মদ জয়নাল আবেদীন মন্ডল বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
স্থানীয়দের অভিযোগ, পাঁচুয়া বিলে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটে। তাদের দাবি, ভ্রমণপিপাসুদের জন্য পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত ও সচেতনতামূলক ব্যবস্থা গ্রহণ করা হোক।
এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত দুই তরুণের অকালমৃত্যুতে পরিবার ও বন্ধুমহলে চলছে শোকের মাতম।
































